বাংলা বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি? Muhammed Juwel Ahmed ||

এইচএসসি পাশের পরে অনেকে বাংলা বিষয়ে অনার্স পড়ে থাকে। যারা মানবিক বিভাগে পড়ে থাকে তারাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় অনার্স পড়ে। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স কোর্স চালু আছে। বাংলা নিয়ে পড়লে ক্যারিয়ার কি হবে? এই বিষয়ে আমাদের সাইটে অনেকেই জানতে চান। আজ আপনাদের করা প্রশ্নোত্তরের মাধ্যমে বাংলা বিষয়ে অনার্স করার সব সুবিধা ও অসুবিধা ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করবো।
বাংলা বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার
বাংলা বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার

★ বাংলায় অনার্স পড়ার জন্য কি যোগ্যতা থাকতে হয়?
উত্তরঃ আপনি যেকোন বিষয়ে বা গ্রুপে পড়েও বাংলা বিষয়ে অনার্স করতে পারবেন। তবে বাংলা বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি এই বিষয়ে পড়ে ভালোকিছু করতে পারবেন।

 বাংলায় অনার্স পড়ে কি বিসিএস ক্যাডার হওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ। বাংলায় অনার্স পড়ে বিসিএস ক্যাডার হওয়া যায়।

★ বাংলায় অনার্স পড়ে ব্যাংকে জব করা যায়?
উত্তরঃ ব্যাংক জবে যেহেতু অনেক ম্যাথম্যাটিকস বিষয়ে গুরুত্ব দেয়া হয় সেহেতু জব এক্সামে আপনি যদি ম্যাথে ভালো নাম্বার তুলতে পারেন এবং আপনার যোগ্যতা দিয়ে আপনি জব পেতে পারেন।

★ বাংলায় অনার্স পড়ে ক্যারিয়ার কি?
উত্তরঃ মূলত শিক্ষকতা ক্যারিয়ার হিসেবে যারা বাংলায় পড়ে তারা অনেক উন্নতি করতে পারে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলায় অনার্স পড়ুয়া শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।

★ বাংলায় অনার্স পড়ে কি কবি/সাহিত্যক হওয়া যায়?
উত্তরঃ অনেকেই এই ধারনা পোষন করেন যে বাংলা নিয়ে পড়লে মনে হয় কবি সাহিত্যিক হয়। আসলে এটি ভুল ধারনা। বাংলায় অনার্স পড়লে যদি কারো বাংলা বিষয়ে অনেক বেশি ধ্যান জ্ঞান থাকে সে চাইলে কবিতা গল্পের বই লিখতে পারে কিন্তু বাংলায় পড়া মানেই যে কবি সাহিত্যিক তা নয়।

★ বাংলা বিষয়ে অনার্স পড়ে কোন চাকরি করা যায়?
উত্তরঃ স্কুল বা কলেজের শিক্ষকতা, সাংবাদিকতা, লেখক,সরকারি চাকরি ইত্যাদি চাকরি করা যায়। তবে লিংক থাকলে আপনি অন্য ভালো কোন চাকরি করতে পারেন।

★ বাংলাতে অনার্স পড়া কি সহজ নাকি কঠিন?
উত্তরঃ অন্যান্য বিষয়ের তুলনায় বাংলা নিয়ে অনার্স পড়া তুলনামূলক সহজ। এখানে আপনার হাতের লিখা যদি সুন্দর ও দ্রুত হয় তবে আপনি অনেক ভালো ফলাফল করতে পারবেন।

আশাকরি বাংলায় অনার্স পড়া নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আজ দিতে পেরেছি। আপনার আর কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন পোস্ট করুন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.