ভালোবাসার অনুভূতি কি ? সত্যিকারের ভালবাসার লক্ষণগুলো | Muhammed Juwel Ahmed |

ভালোবাসার অনুভূতি কি বা ভালোবাসার অনুভূতি বলতে কি বুঝায় ? আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি।
ভালোবাসার অনুভূতি কি ?
ভালোবাসার অনুভূতি মানে কি ?

ভালোবাসা বা প্রেমে পড়ার মানে আপনার সঙ্গীর সুখ কামনা করা, সবকিছু মেনে নিয়ে তার প্রশংসা করা ও একজন ভালো মানুষ হতে উৎসাহিত করা। 

আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন আপনার ও সেই মানুষের মধ্যেকার সংযোগ কেবলমাত্র শারীরিক আকর্ষণের থেকেও অনেক বেশি কিছু হয়ে পড়ে।

আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আলোচন করবো, ভালোবাসার অনুভূতি বলতে কি বুঝায় ? এই বিষয় সম্পর্কে। 

এখানে আমরা ভালোবাসার অনুভুতি কি, তা বোঝার চেষ্টা করবো। 

তবে, এটি হল এমন একটা অনুভূতি, যা মুখে বলে, লিখে কিংবা কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। 

কারণ, প্রতিটা মানুষের কাছের ভালোবাসার অনুভূতিগুলো একেবারেই আলাদা ও আপেক্ষিক হয়ে থাকে। 

তবুও, আমরা এখানে ভালোবাসার অনুভবের ব্যাপারে কিছু কথা আলোচনা করলাম।

ভালোবাসার অনুভূতি কি ?

ভালবাসার অনুভূতির মানে, আপনি আপনার ভালোবাসার সঙ্গীটির সাথে যা ঘটবে, তা নিয়েই আপনি তার প্রতি যত্নবান হবেন। 

যারা আপনাকে খুশি রাখে, তাদের খুশির ভাগীদারও আপনি হয়ে উঠবেন। 

ভালবাসার অর্থ হল বিশেষ একজনের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়া। 

এমনকি, ভালোবাসায় থাকলে, আপনি আপনার প্রিয় মানুষটার জন্য শুধুমাত্র সেরাটাই চাইবেন এবং যখনই তার আপনাকে প্রয়োজন হবে, তখনই আপনি তার জন্য মন থেকেই তাদের পাশে উপস্থিত হবেন।

ভালবাসার অনুভূতির অর্থ হল আপনি প্রতিদিন ও প্রতি মুহূর্তে আপনার স্পেশ্যাল মানুষটার কথা ভাবেন। 

আর, আপনি বিশ্বাস করেন যে, সে যেমনই হোক, সে একদম পারফেক্ট। 

আপনি তার সমস্ত কিছু সম্পর্কে প্রশংসা করেন, যা তাকে অনন্য করে তোলে ও আপনি বুঝতে পারেন কেন সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ। 

ভালোবাসায় পড়া খুবই দারুণ একটা বিষয়; কারণ এই অনুভূতি আপনাকে অনুভব করতে শেখায় যে, আপনি কাউকে তার নিজের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করেন।

ভালবাসার অনুভূতি মানে আপনার সঙ্গীর প্রতি আপনার গভীর বিশ্বাস তৈরী হওয়া। 

আপনি আপনার কথা ও কাজের মাধ্যমে তাকে ভালোবাসা প্রদর্শন করেন ও বিনিময়ে তার থেকেও এই একই ধরণের ব্যবহার প্রত্যাশা করেন। 

যদি, সে আপনার সাথে ভালবাসা ও শ্রদ্ধার সাথে ব্যবহার করে, তাহলে আপনি যেকোনো উপায়ে তাকে সমর্থন করে এই ভালোবাসার প্রত্যুত্তর দেন।

তবে, ভালোবাসার মানে প্রতিটা মানুষের কাছে আলাদা আলাদা অনুভূতি বয়ে আনতে পারে। 

যেমন, কারোর কাছে প্রথম দেখায় ভালোবাসার ধারণাটা সত্য আর কারোর কাছে মিথ্যে। 

আবার, কারোর কাছে ভালোবাসার মানে চিরকাল একে-অপরের খারাপ-ভালো সময়ে পাশে থাকা। 

অন্যদিকে, কিছু মানুষের কাছে ভালোবাসা হল নিজের পার্টনারকে যোগ্য সম্মান দেওয়া। 

এই জন্যেই বলা হয় যে, ভালোবাসার ধারণাটা সম্পূর্ণটাই আপেক্ষিক। 

ভালোবাসা দেওয়া ও ভালোবাসা পাওয়ার মানে কি ?

আপনি যখন কারোর ভালোবাসার মোহে আকৃষ্ট হন, তখন তার প্রতি আপনার একটা অসাধারণ ও প্রায় ব্যাখ্যাতীত আকাঙ্ক্ষা তৈরী হয়।

আসলে, ভালোবাসা দেওয়ার সাথে কারোর প্রতি আকাঙ্ক্ষা জড়িত থাকে। 

আপনি সর্বদা তার ব্যাপারে চিন্তা করেন ও আপনি তার কাছে না থাকলে, তাকে মিস করেন। 

এমনকি, অনেক সময় সে আশেপাশে না থাকলে, আপনি নার্ভাস বা উদ্বিগ্নও বোধ করতে পারেন।

ভালবাসা হল এমন একটা আবেগ, যা যে কারোর হৃদয়ে জায়গা করে নিতে পারে ও কারোর রাতের ঘুমও কেড়ে নিতে পারে। 

এই অনুভূতি আমাদের আনন্দিত, দুঃখিত, আতঙ্কিত বা উৎসাহিত বোধ করাতেও পারে। 

ভালোবাসা এমন একটা ব্যাপার, যা অন্যদের যেমন কষ্ট দিতে পারে, তেমনি নিজে কষ্টদায়কও হতে পারে। 

অবশেষে, ভালোবাসা হল একটা পছন্দ- যেই পছন্দের বশবর্তী হয়ে আপনি আপনার প্রিয় মানুষের জন্যে যেকোনো পদক্ষেপ নিতে পারেন।

সাধারণভাবে, সকলে ভালবাসার অভিজ্ঞতা বর্ণনা করার জন্যে শব্দের ব্যবহার করে থাকে। 

আপনি যখন বলেন যে, আপনি কাউকে ভালোবাসেন, তখন আসলে আপনি তার জন্য যা খুশি করার কথা বলেন। 

আপনি তাকে আপনার সেরা বন্ধু, আপনার সৌলমেট কিংবা আপনার ভালবাসারও নাম দিতে পারেন। 

কাউকে যত বেশি চিনবেন, আপনি তার প্রতি তত বেশি আপনার কথা ও কাজের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করতে পারবেন।

প্রথমত, ভালবাসা হল এমন একটা অনুভূতি- যা সময়ের সঙ্গে সঙ্গে দুটো মানুষের মধ্যে গভীর স্নেহপূর্ণ সংযোগ হিসেবে পরিণত হয়। 

হয়তো, তারা প্রথম নজরে একে অপরের জন্য পারফেক্ট বলে মনে হলেও, নিজেদেরকে আরও ভালোভাবে জানার পরে, নিজেদের ত্রুটি ও সমস্যাগুলো বোঝার পরে, তাদের সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতেই পারে।

‘ভালোবেসে ফেললে’ কেমন লাগে ?

ভালোবাসা বা প্রেম হল এমন একটা আবেগ, যাকে কথায় বর্ণনা করা অসম্ভব ব্যাপার। 

আসলে, এটা একটা আশ্চর্য অনুভব, আকাঙ্ক্ষা, আনন্দ আর অদ্ভুত পাগলামির মিশ্রণ। 

অনুভূতির দিক থেকে ও প্রেমের দ্বারা অর্জিত বিষয়ের ভিত্তিতে মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী অনুভূতি হল এই ভালোবাসা। 

আপনার কাজকর্ম থেকে চিন্তা, এমনকি আপনার আবেগকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই ভালোবাসা।

ভালোবাসা হলে আপনি যা অনুভব করতে পারেন –

১. আপনি সব সময় আনন্দবোধ করেন। 

এমনকি, আপনি যখন খুশি থাকেন না, তখনও আপনার নিজের মধ্যের এমন একটা অংশ থাকে, যেখানে আপনি একটা শান্তি বোধ করেন। 

আর, আপনাকে পুনরায় খোশমেজাজে নিয়ে আসতে এই ভালোবাসার অনুভূতিই আপনাকে গাইড করে।

২. আপনি সারাক্ষণ আপনার প্রিয়জনের কথাই ভাবতে থাকেন ও আনমনা থাকেন। 

আপনার প্রিয়জন আপনার আশেপাশে থাকুক বা না থাকুক, আপনি সবসময়েই তার সাথে কথা বলতে চান বা তাকে দেখতে চান। 

কিংবা, তার কাছে থাকার নানান বাহানা খোঁজেন। 

আপনি তার সম্পর্কে ক্রমাগত উদ্বিগ্ন বোধ করেন। 

কখনও কখনও আপনি এমনও ভাবতে পারেন, যদি সে আপনার মতো একইভাবে ভালোবাসা অনুভব না করে, তখন কি হবে!

৩. আপনি ও সে একই শহর বা দেশে না থাকলেও, একে অপরের সঙ্গে থাকার কারণ খুঁজতে থাকেন। 

এমনকি, আপনারা কোনো কারণ ছাড়াই, একে অপরকে ভালোবাসার উপহার নিয়ে-দিয়ে থাকেন। 

এছাড়াও, আপনি একে অপরকে কল করে ঘন্টার পর ঘন্টা কথা বলার সুযোগ খোঁজেন।

৪. ভালোবাসায় থাকলে, আপনারা একে অপরের সাথে সবকিছু ভাগ করে নেন। 

আপনার গোপনীয়তা, স্বপ্ন, লক্ষ্য, চাওয়া-পাওয়া, ভয়-ঘেন্না- সবকিছুই বিনা বাধায় শেয়ার করে নেওয়ার মতো মানসিকতা তৈরী হয়ে যায়। 

কারণ, আপনি জানেন যে, আপনার প্রিয়জনের কাছ থেকে জাজড হওয়ার কোনো ভয় নেই। 

আসলে, আপনি বুঝতে পারেন যে, সে আপনার জন্য যেকোনো বাধা অতিক্রম করতে পারে, এমনকি সে আপনার জন্য মরতেও ভয় পায় না।

সত্যিকারের ভালবাসার লক্ষণগুলো কী কী ?

“সত্যিকারের ভালবাসাতে কেমন অনুভূত হয়?”- এই প্রশ্নের উত্তর আপনি নানান মানুষের কাছে নানান রকমভাবে পাবেন। 

অনেকে সত্যিকারের ভালোবাসা বলতে দুটো মানুষের মধ্যেকার নিঃশর্ত ও নিঃস্বার্থ স্নেহকে বোঝে। 

আবার, অনেকে সত্যিকারের ভালবাসার মানে বুঝতে মনোবিজ্ঞানের উপর নির্ভর করে। 

অন্যদিকে, কেউ কেউ পেটের ভেতরে প্রজাপতি ওড়ার মতো সুড়সুড়ির অনুভূতিকে, কিংবা বসন্তকালের সতেজতার সাথে তাদের ভালোবাসার অনুভূতিকে তুলনা করে থাকে।

তাহলে, আপনি কীভাবে বুঝবেন যে, আপনার ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কিনা? 

সত্যিকারের ভালবাসার বেশ কিছু অনুরূপ অনুভূতি রয়েছে। 

আসুন, তাহলে জানি সত্যিকারের ভালবাসার কয়েকটি প্রকৃত লক্ষণগুলো সম্পর্কে –

১. সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো লুকোছাপা থাকে না। 

আপনি ও আপনার পার্টনার- আপনারা যেমন, তেমনভাবেই দুজন দুজনকে গ্রহণ করে নেন। 

২. সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে কোনো ওয়ান-সাইডেড এফোর্ট, অস্বাস্থ্যকর নিরাপত্তাহীনতা, ঈর্ষা বা কোনো টক্সিক প্যাটার্ন্স নেই। 

৩. সত্যিকারের ভালবাসার অনুভূতিগুলো আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি তৈরি করে। 

আপনি যখন কোনো ব্যক্তির প্রেমে পড়েন, আপনি সত্যিই তাদের প্রশংসা ও সম্মান করেন। 

অর্থাৎ, আপনি ও আপনার সঙ্গী দুজনই দুজনের সিদ্ধান্ত ও পছন্দকে সম্মান করেন। 

৪. সত্যিকারের ভালোবাসাতে আপনি কখনও আপনার প্রিয়জনকে কোনোভাবেই আঘাত করার কথা ভাবতেও পারবেন না। 

সত্যিকারের ভালবাসা সুরেলা সম্পর্কের পথ প্রশস্ত করে, যা সমস্ত অপব্যবহার বা টক্সিসিটির থেকে উর্দ্ধে থাকে।

৫. সত্যিকারের ভালোবাসায় আপনারা একসাথে বেড়ে ওঠেন, একে অপরকে একজন ভালো মানুষ হিসাবে উন্নত করতে তুলতে সাহায্য করেন। তবে, প্রিয়জনের কোনো ত্রুটিই আপনাকে তাকে ভালোবাসা থেকে আটকাতে পারে না।

৬. সত্যিকারের ভালবাসা খুঁজে পেলে, আপনার মধ্যে আপনার সঙ্গী ও সম্পর্কের প্রতি যে উৎসর্গ বোধ তৈরী হয়, তা আপনার ও সঙ্গীর আত্মার সংযোগকে আগের থেকে আরও অনেক বেশি গভীর করে তুলতে অনুপ্রাণিত করে।

৭. সত্যিকারের ভালবাসা খুঁজে পেলে, আপনি কখনওই প্রতিশ্রুতির ভয় পাবেন না।

পরিশেষে:

আসলে, ভালোবাসার অনুভবের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাধাধরা নিয়ম নেই। 

এখানে আপনার ভালোবাসার অনুভূতির ক্ষেত্রে আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। 

তবে, সবক্ষেত্রেই একটা সাধারণ বিষয় থাকে, আর সেটা হল নিজের সঙ্গীর প্রতি অসীম শ্রদ্ধা, বিশ্বাস ও সম্মান। 

আর, বাকি তো জানেনই যে, ভালোবাসার কোনো সীমা-পরিসীমা নেই, ভাষা নেই বা লিঙ্গ-জাত-ধর্ম নেই। 

তাই, ভালোবাসার অনভূতি সম্পূর্ণভাবেই আপনার ও আপনার প্রিয়জনের মধ্যেকার একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার।

আমাদের আজকের ‘ভালোবাসার অনুভূতি বলতে কি বোঝায়’ নিয়ে লেখা আর্টিকেলটি এখানেই শেষ হল। 

আপনার ভালোবাসার অনুভূতি ঠিক কেমন, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.