ইংরেজি শেখার সহজ উপায়| কীভাবে সহজে ইংরেজী শিখবো Muhammed Juwel Ahmed |
ইংরেজি শেখার সহজ উপায়
আমাদের বাংলাদেশ প্রায় অধিকাংশ মানুষই ইংরেজি ভাষাকে প্রচুর ভয় পায় ৷ কেউ ইংরেজিতে কথা বললে তাকে সেরা মনে হয় ৷ তার শিক্ষাগত যোগ্যতা কম হলেও ইংরেজিতে কথা বলতে পারলে মনে হয় সে অনেক বড় শিক্ষিত ৷ তাই ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে কথা বলতে হয় ৷
আবার অনেক বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিরাও ইংরেজিতে এভেলেবেল কথা বলতে পারেন না ৷ যদ্দরুন ডিগ্রী থাকা সত্ত্বেও তাদেরকে স্বল্পশিক্ষিত মনে হয় ৷ ইংরেজিতে কথা বলতে পারা বর্তমান সময়ে একটা স্মার্টনেস ৷
ওয়াজের ময়দানে যারা ইংরেজিতে দুই চার বাক্য কথা বলতে পারেন ৷ তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি ৷ বিশেষ করে বর্তমান সময়ের তরুণ-যুবকদের মাঝে তারাই জনপ্রিয় হয়ে ওঠেন ৷
আপনি যদি নিজেকে প্রেজেন্স করতে চান ৷ তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে পারতে হবে ৷ যেকোন ক্ষেত্রে ৷ চাকরি, নিজের ক্যারিয়ার সবকিছুতে অগ্রগামী হতে চাইলে ইংরেজিকে আয়ত্ব করতে হবে ৷
আপনার ক্যারিয়ার তবেই উন্নত হবে ৷ ইংরেজি কে জয় করতে হলে কিছু টেকনিক শেখা চাই ৷ যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয় ৷ এই ভাষাটা আয়ত্ব করতে হলে অবশ্যই অতিরিক্ত শ্রম এবং এ বিষয়ে কেয়ারফুল হতে হবে ৷
আজ আমি আপনাদের সামনে ইংরেজি ভীতি দূর করার কিছু গোপন কৌশল নিয়ে কথা বলবো ৷ কিভাবে কোন পদ্ধতিতে সহজে ইংরেজি ভাষা আয়ত্ব করা যায় ৷ ইংরেজিতে কথা বলতে পারা যায় ৷ কথা বলবো ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে ৷
১. প্রচুর ইংরেজিতে কথা বলুন
আপনি ইংরেজি শিখতে চাইলে আপনাকে এ কাজটি অবশ্যই করতে হবে ৷
বাংলায় একটি প্রবাদ আছে, ‘গাইতে গাইতে গায়েন’ ৷ যার গলা তেমন ভালো না সেও যদি গানের চর্চা করে ৷ বারবার রিহার্সেল করে তবে তার কণ্ঠ থেকেও সুন্দর গান বেরিয়ে আসা সম্ভব ৷
ঠিক তেমনি আপনাকেও প্রচুর ইংরেজিতে কথা বলতে হবে ৷ কারণ আপনি যদি মুখ না খুলেন ৷ তবে আপনি যতো কিছুই শেখেন না কেন ৷ আপনাকে ইংরেজি বই পানি দিয়ে গুলে ভিজিয়ে খাইয়ে দেয়া হোক না কেন ৷ তবু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না ৷
এক্ষেত্রে লজ্জা করলে চলবে না ৷ আপনি বলতে গেলে ভুল হবে ৷ শিশুরা ভুল করে কথা বলতে গিয়ে ৷ কিন্তু তারা বলা ছাড়ে না ৷ ভুলভাল বলতে থাকে ৷ আপনাকে এ কাজটি করতে হবে ৷ আপনার আপনজন, কাছের বন্ধুবান্ধব, পরিচিত-জন সবার সাথে ইংরেজিতে কথা বলুন ৷
আপনি যত বেশি ইংরেজিতে তাদের সাথে কথা বলবেন ৷ আপনার মুখ ততো চলমান হবে ৷ আপনি সহজে ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে পারবেন ৷
২. ইংরেজি লেকচার ডকুমেন্টারী দেখুন
ইংরেজি ভাষা শিখতে এটা আপনাকে অনেক কাজে দিবে ৷ আপনি যখন ইংরেজিতে কথা বলা শুনবেন তখন আপনার ইংরেজিতে কথা বলার ধরন স্টাইল বাচনভঙ্গি আয়ত্বে আসবে ৷ অনলাইনে আপনি অনেক লেকচার খুঁজে পাবেন ৷ ভালো ভালো বক্তার চমৎকার লেকচার ভিডিও আছে ৷ অনেক ডকুমেন্টারি তথ্যচিত্র সার্চ করলেই পাবেন ৷ সেগুলো দেখলে আপনার ইংরেজি ভাষা শিক্ষা সহজ হবে ৷
৩. ইংরেজি পত্রিকা পড়ুন
এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ইংরেজি ভাষা শেখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজি ভাষার পত্রিকা পড়া ৷ দৈনন্দিন গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে সাজানো হয় পত্রিকাগুলো ৷ আপনি যদি ইংরেজি পত্রিকা পড়েন তবে সময়ের ভাষা আপনি বুঝতে পারবেন ৷ দেশে অনেকগুলো ইংরেজি পত্রিকার রয়েছে ৷ আপনি পছন্দমত একটি পত্রিকা নিয়মিত পড়তে পারেন
অনলাইনে ইংরেজি পত্রিকা মুহূর্তের মধ্যে চাইলে পড়া যায় ৷ আপনি যে কোন একটি পত্রিকা বাছাই করে নিয়মিত চোখ বুলাতে পারেন ৷ প্রথম প্রথম কিছু না বুঝলেও আপনি পত্রিকাগুলোতে ঢু মারেন ৷ দেখুন ৷ পড়ুন ৷ উপলব্ধি করার চেষ্টা করুন ৷ চলমান কোন ঘটনা বর্ণনার ক্ষেত্রে কিভাবে তারা বর্ণনা দিচ্ছে ৷ এটা আপনার জন্য অন্যতম একটি সহায়ক পদ্ধতি ৷ ইংরেজী শেখার সহজ উপায় ৷
৪. নতুন শব্দ নোট করুন
ইংরেজি একটি বিদেশী ভাষা ৷ যে কোন ভাষায় কথা বলতে হলে সে ভাষার শব্দভাণ্ডার আয়ত্বে থাকা দরকার ৷
ধরুন আপনার কাছে পাঁচশত টাকা আছে ৷ সেখান থেকে আপনি যাকে খুশি তাকে 1 থেকে 499 টাকা পর্যন্ত দিতে পারবেন ৷ আপনার কাছে থাকবে এক টাকা ৷ আর যদি আপনার কাছে 100 টাকা থাকে ৷ তাহলে আপনি একশোর বেশী কাউকে দিতে পারবেন না ৷ আর 500 টাকা থাকলে তো 1000 টাকা কাউকে দেয়া সম্ভব না ৷ সুতরাং আপনার যদি 200 ওয়ার্ড মুখস্ত থাকে ৷ আপনাকে দুইশোর ভেতরে কথা বলতে হবে ৷
অতিরিক্ত কথা বলতে গেলে আপনার শব্দ ভান্ডার খুঁজে পাবেন না ৷ সেজন্য আপনাকে অবশ্যই ইংরেজি ভাষার শব্দভাণ্ডার মুখস্থ করতে হবে ৷ নতুন কোন শব্দ পেলেই সেটা নোট করুন এবং সেটা ব্যবহার করার চেষ্টা করুন ৷ যাতে করে আপনার মস্তিষ্কে বসে যায় ৷ এভাবে আপনার ইংরেজি শব্দের ঝুলিতে দৈনন্দিন শব্দ যোগ হতে থাকবে ৷ আর আপনি ইংরেজিতে চমৎকার পারফরম্যান্স করতে পারবেন ৷
ইংরেজী শেখার সহজ উপায় | কীভাবে সহজে ইংরেজী শিখবো
৫. মাথা থেকে লজ্জা ঝেড়ে ফেলুন
ইংরেজি শিখতে হলে কোন রকমের সংকোচ বোধ রাখা যাবে না ৷ লজ্জার ঘিলু খেয়ে ফেলতে হবে ৷ আপনি বিদেশী একটি ভাষা শিখবেন ৷ তা যে একদম মোয়ার মতো গিলে ফেলবেন এমনটা নয় ৷
বরং আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং লজ্জা ঝেড়ে ফেলতে হবে ৷ আপনি যদি সংকোচ বোধ করেন, লজ্জাবোধ করেন তাহলে আপনার মুখ থেকে ইংরেজি বাক্য বেরোবে না ৷
বরং আপনার এই চিন্তা মাথায় নিয়েই ইংরেজি শিখতে হবে যে, ইংরেজিতে কথা বলতে হবে ৷ আপনার ভুল হবে ৷ আপনার ইংরেজি বাক্যে অবশ্যই ভুল হবে ৷ হোক না কিছু ভুল ৷ এতে লজ্জার কিছু নেই ৷ যে বলে না তার কোনো ভুল নেই ৷ যে বাচ্চা হাঁটতে চায় না, হাঁটে না, যে বসে থাকে সে আঁছাড় খাওয়ার কোন ভয় থাকে না ৷
আবার হেঁটে জয় করার সম্ভাবনাও থাকে না ৷ সুতরাং আপনি ইংরেজি বলবেন তাতে ভুল হতেই পারে ৷ এতে করে মনের ভেতরে কোনো রকমের সংশয় দ্বিধা জড়তা রাখা যাবে না ৷ আপনি সবকিছুকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন ৷ নিঃসংকোচে, নির্ভয়ে, নির্দ্বিধায় ইংরেজি বলুন ৷
৬. গ্রামার নিয়ে চিন্তা বাদ দিন
অনেককেই দেখা যায় ইংরেজি শিখতে গিয়ে গ্রামারের মারপ্যাঁচ বুঝতে না পেরে ইংরেজি শেখাটাই বাদ দিয়ে দেয় ৷ কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামারের খুব একটা প্রয়োজন হয়না ৷ আর গ্রামারের জটিলতার দিকে প্রথমেই ধাবিত হলে ইংরেজি শেখা হয়ে ওঠেনা ৷
প্রথমে বলতে শিখতে হবে ৷ ইংরেজি বলতে শিখতে পারাটার পরে গ্রামারের দিকে এগুনো যাবে ৷ কিন্তু শেখার শুরুতেই গ্রামারের দিকে ধাবিত হলে ইংরেজি শেখাটাই বাতিল হয়ে যাবে
৭. প্রচুর ইংরেজি শুনুন
একটা ভাষা শেখার আগে সেই ভাষার শব্দ, বাক্য এবং শব্দ ও বাক্যের প্রয়োগ শেখাটা জরুরি ৷
একটা বাচ্চা আরব দেশে জন্মগ্রহণ করার পরে সে শুনতে শুনতেই আরবী শিখে ফেলে ৷ পশ্চিমা দেশগুলোতে জন্মগ্রহণ করার পরে সেই ছোটবেলা থেকে ইংরেজি শুনতে শুনতে শিশুরা এই ইংরেজী ভাষা রপ্ত করে ফেলে ৷
ঠিক তেমনি একটি বাচ্চা বাংলাদেশের জন্ম গ্রহণ করার পর বাবা-মা আত্মীয়-স্বজন আপনজনদের কাছে বাংলা শুনতে শুনতে বাংলাতে কথা বলা রপ্ত করে ফেলে ৷
ঠিক তেমনি এখন আপনাকে অন্য একটি ভাষা শিখতে হলে অবশ্যই সেই ভাষার প্রয়োগ ৷ সে ভাষার কথোপকথন আপনাকে শুনতে হবে ৷
সে কারণে প্রচুর ইংরেজি শুনুন ৷ প্রচুর পরিমাণে ইংরেজি শুনতে হবে ৷ এর বিভিন্ন মাধ্যম রয়েছে ৷ ইংরেজি লেকচার শুনতে পারেন ৷ ডকুমেন্টারি দেখতে পারেন ৷
আপনারা পড়ছেন ইংরেজি শেখার সহজ উপায়
কোন মন্তব্য নেই