অনার্সের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু প্রশ্নের উত্তর ।




প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জ করে কি আসলেই ফল পরিবর্তন হয়?
উত্তর: আপনার খাতা পুনঃমূল্যায়নের পর আপনি যদি বেশি নম্বর পেয়ে থাকেন। তবে অবশ্যই ফল পরিবর্তন হবে।
প্রশ্নঃ আমি এইবার /বাংলা/ইংরেজি/ যেকোনো সাবজেক্ট হোক, চ্যালেঞ্জ করব,,চ্যালেঞ্জ করলে কি পয়েন্ট কমার সম্ভাবনা আছে প্লিজ বলবেন।
উত্তরঃ বোর্ড চ্যালেঞ্জে নম্বর বাড়লে অবশ্যই তা বাড়ানো হবে , তবে নম্বর কমিয়ে পয়েন্ট কমে যাওয়ার নজির নেই । আপনি এ নিয়ে টেনশন করবেন না ।
প্রশ্ন: বোর্ড চ্যালেঞ্জ করে কি আমার রেজাল্ট কমে যাবে ? 
উত্তর: পয়েন্ট কমার কোনো চান্স নেই । 
প্রশ্নঃ অনার্সের বোর্ড চ্যালেঞ্জ কোথায় গিয়ে করতে হবে ? 
উত্তরঃ আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন,অথবা আপনি এই ব্যাপারে না বুঝে থাকলে যেকোনো কম্পিউটারের দোকান থেকে এই কাজ টা করতে পারবেন । 
প্রশ্নঃ অনার্সের প্রতি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ এর ফি কত ?
উত্তরঃ অনার্স এর ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- টাকা
প্রশ্নঃ আমি বোর্ড চ্যালেঞ্জের ফি কিভাবে পাটাবো ? 
উত্তরঃ আপনি সােনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাটাতে পারবেন । 
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে?
উত্তর: সাধারনত ফলাফল প্রকাশের  পর, ৪/৫ মাস  পর রেজাল্ট, অনেক সময় রেজাল্টের ২/৩ দিন আগেই দেয়, তাই এই ব্যাপারে সঠিক বলা যাচ্ছেনা । 
প্রশ্নঃ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখব কিভাবে?
উত্তর:  শিক্ষা বোর্ড ফল পুনঃনিরীক্ষণের ফলাফল  ওয়েবসাইটে  প্রকাশ করে থাকে। তাছাড়া মোবাইল দিয়ে জানতে পারবেন,  তাই রেজাল্ট প্রকাশের তারিখ কিংবা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে চিন্তা করার কোন কারণ নেই।
অনার্সের ফল পুনঃনিরীক্ষণ আবেদনকারীদের জন্য শুভ কামনা
আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন। তবে আপনার জন্য রইল শুভ কামনা। কারণ, আপনার ফলাফলের ব্যাপারে আপনি যদি যথেস্ট আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তবে আশা করা যায়, আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবেই। তাই, এখন অপেক্ষার পালা আরও একটি ফলাফলের…


আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম  বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে।
আশা করছি বোর্ড চ্যালেঞ্জ,বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
বোর্ড চ্যালেঞ্জ,নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.