জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার হওয়ার নিয়ম [NU TC Rules]


জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার হওয়ার নিয়ম (National University-NU TC Apllication Rules)। সরকারি-বেসরকারি অনার্স/পাস কলেজ পরিবর্তনের নিয়মাবলী সম্পর্কে জানুন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স/পাশ কলেজ থেকে ট্রান্সফার হওয়ার নতুন নিয়ম [NU TC Rules]

জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি-বেসরকারি এক কলেজ থেকে অন্য কলেজে (অনার্স/পাশ) ট্রান্সফার হওয়ার নতুন নিয়ম প্রকাশ করেছে।

সরকারি কলেজ থেকে সরকারি কলেজ/বেসরকারি কলেজ অথবা বেসরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে ট্রান্সফার হওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক (অনার্স/পাস) শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে (TC) কলেজ পরিবর্তনের নিয়মাবলী প্রকাশ করেছে । 

বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, টিসির মাধ্যমে কলেজ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২৪ মে ২০২২ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স ও পাস কোর্সের শিক্ষার্থীদের কলেজ ট্রান্সফারের নিয়মাবলী প্রকাশ করা হয়।

ছাড়পত্রের মাধ্যমে কলেজ ট্রান্সফার করার নতুন নিয়ম (সরকারি-বেসরকারি)

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষে উত্তীর্ণ হওয়ার পর কলেজ ট্রান্সফার এর জন্য আবেদন করতে পারবে।

তবে সরকারী কলেজ হতে সরকারি ও বেসরকারি কলেজ, বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে।

কিন্তু বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।

২। চাকুরীরত অভিভাবক (পিতা/মাতা| স্বামী) অন্য জেলায় বদলী হলে, পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে আইনানুগ অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

শুধুমাত্র সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলী জনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে।

চাকুরীরত অভিভাবকের বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।

৩। মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে (স্নাতক সম্মান/পাস শ্রেণীতে ভর্তির পর), সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা, স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কর্মে নিয়োজিত তার প্রামাণ্যপত্র যুক্ত করতে হবে।

হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াত পত্র আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৪। শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে ।

যদি তার নিজ জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে।

সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে ছাড়পত্র (টিসি) দিবেন।

৫। অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন সে ক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্য পত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে।

৬। শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।


আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কলেজ ট্রান্সফার বিষয়ে।
আশা করছি কলেজ ট্রান্সফার,বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
কলেজ ট্রান্সফার,নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.