ওয়েব ডিজাইন শেখার চমৎকার ১০টি ওয়েবসাইট
আজকাল মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে অনলাইন কেন্দ্রিক। পড়াশোনা, চাকরি থেকে শুরু করে সকল কিছুরই আশা ভরসার প্রতীক হয়ে উঠেছে অনলাইন। তাই, যদি এই অনলাইনকে নিজের কর্মক্ষেত্র গঠনের ক্ষেত্রে কাজে লাগানো যায় তাহলও, ব্যাপারটা কেমন হয় একবার ভাবুন তো ?
একসময় মানুষ ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে অলস সময় কাটাতেন অনলাইন প্লাটফর্মে। অনলাইন প্লাটফর্ম এখন শুধু সময় কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার না করে, চাইলে এই প্লাটফর্মকে ব্যবহার করতে পারি ক্যারিয়ার গঠনের ক্ষেত্র হিসাবে।
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট
ঘরে বসে আপনি যদি নিজেকে আইটি খাতে ক্যারিয়ার গঠন করতে চাইলে, শিখতে পারেন ওয়েব ডিজাইন। একটি ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে, তা তৈরী করা মূলত ওয়েব ডিজাইনারদের কাজ। আজকাল সময়ের সাথে সাথে অনেক অনেক কোম্পানি ঘরে উঠেছে। সেই সকল কোম্পানির ওয়েবসাইট ডিজাইনের জন্য ওয়েব ডিজাইনার কদর বেড়েছে।
এখন জেনে আসি একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনি কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারবেন:
- একজন ওয়েব ডিজাইনার হিসেবে আউটসোর্সিং করলে আপনি কাজের বিনিময়ে অনেক টাকা আয় করতে পারবেন।
- বিভিন্ন কোম্পানি ওয়েব ডিজাইনার খুঁজে। সেখানে একজন ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করলে, আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
- আপনি চাইলে নিজের স্টার্টআপ বা অ্যাজেন্সি খুলে, ওয়েব ডিজাইন নিয়ে আয় করতে পারবেন। l
এত্তক্ষন নিশ্চই একজন ওয়েব ডিজাইনারের ক্ষেত্রগুলো সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এখন ওয়েব ডিজাইনিং শিখতে হয়তো অনেকেই আগ্রহী হচ্ছেন। কিন্তু কোথা থেকে ওয়েব ডিজাইন শিখবেন সেই সম্পর্কে অনেকেই জানেন না। এমন অনেক সাইট রয়েছে যারা আপনাকে বিনামূল্যে ওয়েব ডিজাইন শিখাবে। এইসকল সাইট থেকে আপনি বিগিনার লেভেল থেকে শুরু করে, এডভান্স লেভেল পর্যন্ত পরিপূর্ণ রুপে শিখে কাজ করতে পারবেন। বেসিক লেভেল থেকে এডভান্স লেভেলের ওয়েব ডিজাইনার হতে আপনাকে সমস্ত গাইডলাইন দেওয়া হবে। কিন্তু কিছু কিছু সাইটে আছে যারা এডভান্স লেভেল এর কোর্স এর ক্ষেত্রে পেমেন্ট নিয়ে থাকে।
তাই, আজ আমি আপনাদের সুবিধার্থে ১০ টি ওয়েব ডিজাইন ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা। যার থেকে আপনি ওয়েব ডিজাইন শিখে তা ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবেন।
ওয়েবডিজাইন শেখার বাংলা ওয়েবসাইট
Shikhun.net
এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবডিজাইন এবং ডেভোলপমেন্ট শেখার ওয়েবসাইট। বর্তমানে এখানে অনেক গুলো ফ্রি কোর্স রয়েছে। এখানে যিনি কোর্স শেখান তিনি একজন অনেক বড় লেভেলের ওয়েব ডেভোলোপার। সুতরাং, এখানে কোর্সগুলো ফ্রি হলেও, প্রত্যেকটা কোর্স থেকে যা শিখবেন তার মূল্য তালিকা বিবেচনা করলে কয়েক লক্ষ টাকা।
১. কোড এভেনজার্স (Code Avengers)
একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেলে পৌঁছাতে এই সাইটের রয়েছে ১০০টির অধিক টিউটোরিয়াল। যার মাধ্যমে আপনি একদম ওয়েব ডিজাইন এর এক্সপার্ট হতে পারবেন। কিছু না জেনে থাকলেও এই সাইটে কোর্স করার ক্ষেত্রে আপনাকে কোন ধরনের বাধার সম্মুখীন হতে হবে না।
এ সাইটে আপনি ওয়েব এপ্লিকেশন তৈরির কৌশল শিখতে পারবেন। এছাড়াও, কোনো কিছু শিখতে কিংবা অন্য কাউকে শিখতে কাজ করবে এই সাইট। তাই শিখতে চাইলে আজই কোর্স করুন এই সাইটে। কোর্স করতে রেজিষ্ট্রেশন করুন। পরবর্তীতে লগইন করুন এই সাইটে। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট এড্রেসটি তুলে ধরলাম।
২. ওয়েবমেকিং ১০১ (Web making 101)
যারা বিনামূল্যে ওয়েব ডিজাইন শিক্ষার জন্য ভালো কোনো সাইট খুঁজে থাকেন, তারা একদম নিশ্চিন্তে শিখতে পারেন এই সাইটটি থেকে। এইখানে আপনাকে বেসিক লেভেল থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন শিখতে অনেক সাহায্য করবে। ইন্টারনেটে বিশেষভাবে ব্যবহৃত ওয়েব ডিজাইন বিষয় সম্পর্কে শেখার এক উপযুক্ত স্থান হলো এই ওয়েবসাইট। দেরি না করে শিখতে চাইলে আজই রেজিষ্ট্রেশন করুন এই ওয়েবসাইটটিতে।
৩. এলিসন ওয়েব ডেভেলপমেন্ট(Alison web development)
আপনি যদি ওয়েব ডিজাইনিং এর একদম শুরু থেকে শিখে পরিপূর্ণ ডিপ্লোমা অর্জন করতে চান তাহলে, নির্ধিধায় বেছে নিতে পারেন এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের কোর্সসমূহ আপনি একদম শুরু থেকে ৯ টি মেজর বিভাগে বিভক্ত করা হয়েছে। যার মাধ্যমে আপনি যদি শিখে থাকেন তাহলে একদম কর্মজীবনে প্রফেশনাল দেড় মতো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।
এর প্রতিটি টিউটোরিয়াল এমনভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে আপনি একদম অসাধারণ ওয়েব পেইজ বানাতে পারবেন। এটা নতুনদের শেখার মতো যেমন একটি সাইট, ঠিক সেই সাথে অভিজ্ঞরাও শিখে ধারণা অর্জন করার মতো একটি সাইট এটি।
৪. একুয়েন্ট জিমনেশিয়াম( Acquent Gymnasium
আপনি যদি ওয়েব ডিজাইনের বেসিক ধারণা আগে থেকে লাভ করেন তাহলে, আপনি এই সাইটে কোর্স করলে ভাল জ্ঞান লাভ করতে পারবেন। তাছাড়া, এটি এমন একটি সাইট, যার মাধ্যমে আপনি বেসিক ধারণা থেকে শুরু করে, পরিপূর্ণ ধারণা নিতে পারবেন। ওয়েব ডিজাইনিং এ আগ্রহী হয়ে থাকলে রেজিষ্ট্রেশন করতে পারেন এই সাইটটি।
৫. চ্যানেল ৯ ওয়েব ডেভেলপমেন্ট(Channel 9 web Development)
আপনি যদি ওয়েব ডিজাইন সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন এবং ওয়েব ডিজাইন সম্পর্কে পূর্বে থেকে কোনো ধরণের বিন্ধুমাত্র অভিজ্ঞতা না থাকে তাহলে, এই সাইট আপনার জন্য। এটি এমন একটি সাইট যার মাধ্যমে আপনি প্রতিটি লেসনে যা শিখবেন পরবর্তী লেসনে তার অভিজ্ঞতা প্রদর্শন এর সুযোগ পাবেন। ২১ টি ভিন্ন ভিন্ন লেসনে সাজানো টিউটোরিয়াল শিখে আপনি শিখতে পারবেন ওয়েব ডিজাইনের খুঁটিনাটি।
৬. ড্যাশ জেনারেল এসেম্বলি (Dash General Assembly)
ভালো এবং সুন্দর ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সাহায্য করে থাকে এই কোর্স। গল্প ভিত্তিক পাঠদানের মাধ্যমে সাজানো এই কোর্স এর মাধ্যমে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন ওয়েব ডিজাইন।
ই কর্মাস সাইটের যেমন ধরণের ওয়েবসাইট তৈরী কোনো হয় সেই সম্পর্কে এই সাইট কাজ না করলেও একটি বেসিক ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে যা যা প্রয়োজন তা সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে এই কোর্স।
৭. কোড স্কুল(Code School)
আপনি যদি শেখার পাশাপাশি যা শিখেছেন তা অনুশীলন করে কোর্স করতে চান, তাদের ক্ষেত্রে পরিপূর্ণ রূপে সাহায্য করবে এই কোর্স। এটি এমন একটি কোর্স যার মাধ্যমে আপনি আপনার শেখাটুকু অনুশীলন করতে পারবেন। যারা সৃজনশীলভাবে শেখার পক্ষপাতী তারা পরিপূর্ণ ভাবে ধারণা নিতে করতে পারেন এই কোর্সটি।
৮. লার্ন লেআউটঃ(Learn layout)
আপনি যদি ওয়েব ডিজাইন জেনে থাকেন, আরো এডভান্স লেভেল এর শিখতে চান সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ রূপে সাহায্য করবে এই কোর্সটি। এই সাইট বিগিনারদের জন্য মোটেও ভালো নয়। কারণ, বিগিনাররা এই সাইট থেকে তেমন কিছু শিখতে পারবে না। কিন্তু এডভান্স লেভেলে যারা রয়েছেন তারা এই সাইট থেকে পরিপূর্ণ সাহায্য করবে এই কোর্স।
৯. ডোন্ট ফিয়ার দ্যা ইন্টারনেট(Don’t fear the internet)
আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই সাইটে কাজ করা এই সাইটে শিখানো হবে। তবে, যারা বিগিনার তাদের জন্য এই সাইট তেমন কোনো সাহায্য করবে না।তাই বিগিনাররা এই সাইট থেকে তেমন কিছু শিখতে পারবেনা।
১০. w3schools
একটি ওয়েব প্রজেক্ট তৈরির ক্ষেত্রে কি কি জিনিস শিখা প্রয়োজন, তার সবকিছু শিখানো হয় এই সাইটে। ওয়েব ডিজাইন নিয়ে পরিপূর্ণ ধারণা দিতে বিকল্প নেই এই কোর্সটির।
শেষ কথা
কোন জিনিস আপনি তখনি আয়ত্ত করতে পারবেন, যখন সেই জিনিসটি নিয়ে আপনার পরিপূর্ণ আগ্রহ থাকবে। আপনি যে কোন সাইটে ওয়েব ডিজাইন শিখুন না কেন, পরিপূর্ণ আগ্রহ এবং নিষ্ঠার সাথে না শিখলে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না।
কোন মন্তব্য নেই