রেফারেল কোড মানে কি – (Referral code meaning in Bengali)


আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, রেফার কোড মানে কি এবং রেফারেল কোড এর সম্পূর্ণ অর্থ বাংলাতে (Referral code meaning in Bengali). রেফার কোড বলতে বা বুঝায় এবং কেন ব্যবহার করা হয়। 

রেফারেল কোড
Referral code কি ? What is refer code in Bangla

আপনারা যদি প্রায় ইন্টারনেট ব্যবহার করেই থাকেন তাহলে অবশই কোনো না কোনো সময় “রেফার কোড” বা “রেফারেল কোড” শব্দটি অবশই শুনেছেন। 

ইন্টারনেটে YouTube video দেখার সময় অনেক সময় description box এর মধ্যে বা বিভিন্ন blog site গুলোতে বিভিন্ন রকমের referral code গুলো দেখা যেতে পারে।

আর তাই, এই ধরণের রেফারেল কোড গুলো দেখে আমাদের মনে সবচে আগেই এই প্রশ্নটি চলে আসে যে আসলে এই “referral code কি ?“.

এছাড়া, অনেক সময় আমাদের বুন্ধরা আমাদের WhatsApp messenger বা Facebook ইত্যাদির মাধ্যমে আমাদের কিছু website বা apps গুলোর link পাঠিয়ে থাকে।

এবং, দিয়ে দেওয়া website বা apps গুলোতে account তৈরি করার সময় একটি বিশেষ referral code সেখানে দিয়ে দিতে বলে থাকে।

এক্ষেত্রেও অনেকেই বুঝতে পারেননা যে আসলে এই রেফার কোড মানে কি (referral code Bengali meaning) এবং এই কোড কেন ব্যবহার করা হয়। 

তাই, যদি আপনিও এই রেফার কোড এর বিষয়ে সম্পূর্ণটা জেনেনিতে চাইছেন তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ ভালো করে পড়তে হবে।

আর্টিকেলটি ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটি referral code মানে কি এবং এর ব্যবহার কেন করা হয়।

রেফার / রেফারেল কোড মানে কি ?

আজকাল এরকম প্রচুর apps এবং website রয়েছে যেখানে নিজের একটি account তৈরি করার পর আমাদের একটি বিশেষ এবং ইউনিক আইডি বা কোড দিয়ে দেওয়া হয়।

এবং সেই ইউনিক কোড ব্যবহার করিয়ে অন্যান্য ব্যক্তিদের apps বা website এর মধ্যে register করিয়ে টাকা ইনকাম করা সম্ভব।

এই আইডি বা কোড কেবল তখন দেওয়া হয় যখন আমরা সেই ওয়েবসাইটের বা এপস এর referral campaign বা referral program এর সাথে যুক্ত হয়ে থাকি।

কোম্পানির referral program এর সাথে যুক্ত হওয়ার পর আপনাকে যেই code বা number দেওয়া হবে সেটা কেবল আপনার নামেই রেজিস্টার করা হবে।

এবার, যখনি আপনি কোনো অন্য ব্যক্তিকে সেই website বা apps এর মধ্যে নিজের একটি একাউন্ট বানাতে বলবেন তখন registration form এর মধ্যে থাকা referral code এর জায়গাতে আপনার unique code বা ID টি দিয়ে তাদের দিতে বলতে হবে।

এতে, আপনার unique code ব্যবহার করে register করা প্রত্যেকটি নতুন user আপনার তরফ থেকে সুপারিশ (refer) হয়ে আশা হিসেবে ধরা হবে।

আর এভাবে নিজের unique code এর ব্যবহার করে নতুন নতুন লোকেদের বিভিন্ন apps এবং website গুলোতে register করিয়ে কোম্পানির থেকে টাকা আয় করতে পারবেন।

এরকম প্রচুর apps এবং website রয়েছে যেগুলোতে নতুন নতুন ইউসার দের রেফার করে টাকা ইনকাম করা যায়।

অনেক সময় আমাদের WhatsApp বা অন্যান্য social media profile গুলোতে অনেকেই কিছু apps বা website এর লিংক পাঠিয়ে থেকেন।

এবং সেই app link গুলোর মাধ্যমে আমাদের সেই app download করে মোবাইলে install করতে বলা হয়।

Apps download করার সময় বা মোবাইলে app টি install করে account register করার সময় আমাদের একটি বিশেষ code ব্যবহার করতে বলা হয়।

এই কোড টি সেই একি ব্যক্তি আমাদের পাঠিয়ে থাকে যে সেই apps download এর link আমাদের পাঠিয়েছে।

আর এই, unique code টিকেই বলা হয় referral code বা refer code.

Referral code meaning in Bengali

সোজা এবং সরল ভাবে বললে, আসলে Referral Code হলো একটি tracking code যেটার মাধ্যমে apps, software বা website এর company গুলো বুঝতে পারে যে আপনি অন্যান্য কতজন ইউসার দের apps এর প্রচার করেছেন এবং কতজন ইউসার আপনার তরফ থেকে প্রচার করা সেই apps গুলো ডাউনলোড করে একাউন্ট বানিয়েছেন এবং সেটা ব্যবহার করেছেন।

রেফার কোড প্রত্যেক user এর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে এবং মূলত ইংরেজি অক্ষর এবং সংখ্যা ব্যবহার হয়ে থাকে।

আপনি মোট কতজন ইউসার দের apps বা website এর মধ্যে register করিয়েছেন, সেই তথ্য এই referral code মাধ্যমে কোম্পানি বুঝতে পারে।

Referral code এর মাধ্যমে একটি application / software এর প্রচার করা ব্যক্তির status count করা হয়।

মানে, কতজন ব্যক্তিকে apps গুলো refer করা হয়েছে এবং মোট কতজন ব্যক্তি app গুলো download করেছেন, এগুলোর সঠিক তথ্য জানা যায়।

Referral code গুলোকে আবার Invite Code বলেও বলা হয়।

রেফার কোড কিভাবে তৈরি করবেন ?

এমনিতে এরকম প্রচুর apps এবং website রয়েছে যেগুলোতে অন্যান্য ব্যক্তিদের রেফার করে টাকা ইনকাম করা সম্ভব।

মানে, আপনাকে নিজের invite link, referral code বা referral link এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের সেই app বা ওয়েবসাইটে একটি একাউন্ট বানাতে বলতে হবে।

একবার app download করে account বানানোর পর আপনার তরফ থেকে হওয়া সেই registration এর বিপরীতে আপনাকে কিছু টাকা দেওয়া হবে।

তাই, নিজের রেফার কোড তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে এমন একটি app খুঁজতে হবে যেখানে refer করে টাকা ইনকাম (refer & earn) করার সুযোগ দেওয়া হয়েছে।

এক্ষেত্রে, আপনি গুগল এর মধ্যে সার্চ করে এরকম প্রচুর refer & earn apps গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।

  1. সবচেয়ে প্রথমে একটি ভালো এবং লাভজনক refer & earn program থাকা app নিজের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করুন।
  2. এবার সেই app এর মধ্যে নিজের একটি account বানিয়ে নিতে হবে।
  3. একাউন্ট তৈরি করার জন্য আপনারা একটি mobile number / Gmail id ব্যবহার করতে হবে।
  4. এবার একাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর অ্যাপ এর মধ্যে refer & earn বা invite & earn ইত্যাদি এই ধরণের একটি আলাদা ভাগ (section) দেখতে পাবেন আর এখান থেকেই আপনি নিজের refer code পেয়ে যাবেন।
  5. একবার নিজের রেফার কোড পেয়ে যাওয়ার পর, আপনি বিভিন্ন social media platform গুলো যেমন, Facebook, Twitter, WhatsApp, telegram ইত্যাদির মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের সেই app টি ডাউনলোড করে একটি একাউন্ট তৈরি করতে বলতে পারবেন।
  6. যখনি কোনো ব্যক্তি আপনার দেওয়া referral link বা refer code এর মাধ্যমে সেই app install করে একাউন্ট তৈরি করবেন, তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন।

রেফারেল কোড এর লাভ এবং সুবিধা

চলুন, এবার আমরা রেফার কোড এবং রেফারেল প্রোগ্রাম এর লাভ এবং সুবিধা গুলোর বিষয়ে জেনেনেই।

  1. একটি ভালো এবং লাভজনক অ্যাপ এর referral code এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
  2. রেফারেল কোড প্রোগ্রাম এর মাধ্যমে অনেক তাড়াতাড়ি অধিক app install করানো সম্ভব।
  3. এটা অনেক দারুন একটি অনলাইন মার্কেটিং কৌশল যার মাধ্যমে apps এর দ্রুত প্রচার সম্ভব।
  4. রেফার প্রোগ্রাম এর মাধ্যমে একজন ইউসার আপনার জন্য কাজ করে এবং আপনার অ্যাপ এর প্রচার করে থাকে।
  5. এর মাধ্যমে ঘরে বসে পার্ট-টাইম ইনকাম করা সম্ভব।
  6. আপনি একসাথে একাধিক রেফারেল প্রোগ্রাম এর সাথে যুক্ত হয়ে আলাদা আলাদা অ্যাপ গুলো ডাউনলোড করিয়ে অধিক ইনকাম করতে পারবেন।
  7. মোট কজন ইউসার আপনার তরফ থেকে অ্যাপ ডাউনলোড করেছেন সেটার হিসাব একটি রেফার কোড এর মাধ্যমে রাখা হয়।

রেফার কোড মানে কি ?

সোজা এবং সরল ভাবে যদি বলা যায় তাহলে রেফারেল কোড এর মানে হলো,

আপনি একটি app বা website এর দ্বারা নিজের একটি unique code প্রাপ্ত করা এবং সেই কোড অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করা যার ফলে অন্যান্য ব্যক্তিরা আপনার প্রচার করা সেই অ্যাপ টি ডাউনলোড করতে পারেন এবং আপনার সেই ইউনিক কোড ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করতে পারেন।

আর এর ফলে, অ্যাপ এর দারুন প্রচার হয়ে থাকে এবং আপনার মাধ্যমে হওয়া অ্যাপ ডাউনলোড এবং একাউন্ট রেজিস্ট্রেশন এর ফলে অ্যাপ কোম্পানি আপনাকে কিছু টাকা দিয়ে থাকে।

এটাই কারণ যার জন্য বর্তমান সময়ে প্রচুর লোকেরা ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ গুলো এবং অ্যাপ রেফারেল কোড গুলো শেয়ার করে থাকেন।

যাতে, তাদের referral code ব্যবহার করে অধিক লোকেরা apps গুলো download এবং install করে থাকেন আর এর বিনিময়ে অ্যাপ কোম্পানির থেকে প্রচুর টাকা ইনকাম করা যেতে পারে।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম রেফারেল কোড কাকে বলে (Referral code Bengali meaning) এবং কিভাবে তৈরি করবেন নিজের একটি রেফার কোড। 

যদি আমাদের আজকের আর্টিকলে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

এছাড়া, referral code নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

আমি আশা করছি, আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কাজে অবশই লাগবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.