ভয়াবহ বন্যার কবলে এলাকাবাসী
ভয়াবহ বন্যার কবলে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদকঃ জুয়েল আহমেদ
আপডেটঃ ২০ জুন ২০২২ ইংরেজি, রোজ সোমবার
আমাদের গ্রামের অবস্থা তেমন ভালো নয়, আমাদের চারপাশে পানি গেরাহ করে আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া প্রার্থী ।
বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আমাদের এলাকার ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যেই বন্যার পানিতে ডুবে গেছে আমাদের গ্রাম গুলো পথঘাট-লোকালয়। কোথাও পানি ছুঁয়েছে কোমর পর্যন্ত । একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা, লাখ লাখ মানুষ পানিবন্দি।
নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থান, স্কুল বা আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ। কাজ নেই, ঘরে খাবার নেই, বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে-এক কথায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ।
একদিনে বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেনি গ্রাম বাসীরা । হতভম্ব ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ
যুদ্ধেও মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঝুঁকি নিয়ে এক স্থান থেকে সন্তর্পণে অন্যত্র নিরাপদে চলে যায়। আমাদের গ্রাম বর্তমান প্রলয়ংকারী বন্যা-পরিস্থিতি যুদ্ধের চেয়েও ভয়াবহ। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ নেই। জরুরি সেবা নেই। ত্রাণ ও উদ্ধার তৎপরতা নেই বললেই চলে। বিশেষ করে দুই দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন, বিপন্ন। গ্রাম-গঞ্জে কোথাও এক খণ্ড শুকনা জায়গা নেই । সবার বাড়ি-ঘর প্লাবিত হওয়ায় খাবার-দাবার রান্না করার কোনো সুযোগ নেই। টিউবওয়েল সব ডুবে আছে। বিশুদ্ধ পানি নেই। যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে তাদের অবস্থা আরও করুণ। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ও পশু গাদাগাদি করে মানবেতর অবস্থায় আছে। ঘুমানো দূরে থাক, বসার অবস্থা নেই। খাবার-দাবার নেই। বিশুদ্ধ পানি নেই। পয়নিষ্কাশন বা স্যানিটেশন বলতে কিছু নেই। রীতিমতো মানবিক বিপর্যয় চলছে। অনেক এলাকায় লোকজন বেঁচে আছে, নাকি বানের জলে ভেসে গেছে সে খবরও জানা যাচ্ছে না।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সেই সাথে সবাইকে অনুরোধ জানাচ্ছি মানুষের পাশে থেকে মানুষ কে সাহায্য করো ।
কোন মন্তব্য নেই