World Bank Career এ।ADB, AIIB, IDB, JICA, UN ইত্যাদি) তে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এ লেখা ।


         #World_Bank_Career!

আপনারা যারা বিশ্ব ব্যাংক বা এ ধরণের সংস্থায় (ADB, AIIB, IDB, JICA, UN ইত্যাদি) তে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এ লেখা। এখানে আমি "চাকরি করতে চান" কথাটা লিখিনি, লিখেছি "ক্যারিয়ার গড়তে চান"। "ক্যারিয়ার" হোলো একটা লং-টার্ম, লাইফ-লং কমিটমেন্ট এবং গ্রোথ এর ব্যাপার আর "চাকরি"র কনসেপ্ট টা আমার কাছে শর্ট-টার্ম প্লাগ ইন এর মতো মনে হয়।
অবশ্য আমি ভুল হতে পারি।

এখন আসি World Bank Career এ।

আগেই জেনে রাখা ভালো এখানে ক'ধরনের এপয়েন্টমেন্ট বা পোস্ট আছে। 

#Internationally_Recruited_Staff (IRS) - ইনাদের জব ইন্টারন্যাশনালি সার্কুলার হয় আর কম্পিটিশন হয় পুরো দুনিয়া থেকে। সবচে' সুবিধার আর সবচে' বেশি কম্পিটিশন এখানে। সারা দুনিয়াতে পোস্টিং হবে - ঢাকা থেকে নোয়াখালী না, দুবাই থেকে ধরেন সিডনি বা টিম্বাকতু!

#Locally_Recruited_Staff (LRS) - ইনাদের সার্কুলার কোন অঞ্চল বা দেশ ভিত্তিক, যেমন এশিয়া বা বাংলাদেশ। ইনারাও নিজের দেশের বাইরে কাজ করেন কিন্তু IRS এর মত নয়।

IRS/LRS স্টাফদের সবার গ্রেড আছে - GA থেকে শুরু হয়ে GK অব্দি।

মনে রাখতে হবে, পারমানেন্ট স্টাফ বলে খুব কমই আছে। প্রায় সবাইই ৪/৫ বছর এর জন্য চুক্তিভিত্তিক নিয়োজিত। সময় শেষ হলে - প্রয়োজন আর পারফরম্যান্স এর ভিত্তিতে চাকরি renew হবে। সুতরাং একবার ঢুকলাম মানেই ৬৭ বছর বয়স অব্দি নাকে তেল দিয়ে ঘুমালাম সেই কনসেপ্ট ভুলে যেতে হবে।পারফর্ম করবেন না, পুরা ধরা খাবেন ভাই😎।

#Consultant - ইনারা হতে পারেন লোকাল বা ইন্টারন্যাশনাল। বছরে ১ দিন হতে ম্যাক্সিমাম ১৫০ দিন পর্যন্ত ইনারা কাজ করেন প্রয়োজন অনুযায়ী। ইনাদের বেতন হয় দিন ভিত্তিক। ধরেন আপনার Daily compensation ৩০,০০০ টাকা, তাহলে আপনি বছরে ১০০ দিন কনসাল্টেনসি পেলে পুরো বছরে পাবেন ৩,০০০,০০০ টাকা, ১৫০ দিন পেলে ৪,৫০০,০০০ টাকা ইত্যাদি। Consultant দের আবার প্রকারভেদ আছে যেমন : Extended Term Consultant (ETC), Extended Term Temporary (ETT), Short Term Consultant (STC), Short Term Temporary (STT). Consultant সাধারণত Master's /PhD আর Temporary রা সাধারণত Bachelor's/Undergrad. 

হ্যা, আরেকটা কথা। সরাসরি International Post পাওয়া বেশ কষ্টসাধ্য। তাই অধিকাংশ সবাই যা করেন তাহলো প্রথমে Consultant থাকেন, internal system and process বোঝেন, নেটওয়ার্ক গড়েন তারপর LRS এ এপ্লাই করেন। আরও কিছু এক্সপেরিয়েন্স নেবার পরে IRS এ এপ্লাই করেন।

যা হোক! এখন যারা Interested তাদের জন্য। 

১. প্রথমেই Wikipedia আর World Bank সাইটে যেয়ে ১ সপ্তাহ ধরে পড়বেন আসলে World Bank এর ইতিহাস কি, এরা কিভাবে কাজ করে, কোথায় কাজ করে ইত্যাদি। ১ মাসও লাগতে পারে। মুখস্থ করে ফেলেন। যে জায়গায় কাজ করবেন তার কাজ সম্বন্ধে জানা ৫০% achievement. এ ব্যাপার টা ৯০% আমরা এড়িয়ে যাই। সাবধান ভাই সাবধান!

২. World Bank Career সাইটে (গুগল করবেন) যাবেন। হোম পেইজে যা লিখা আছে, যত লিংক আছে তা আবার পড়তেই থাকেন - মুখস্থ না হওয়া অব্দি! ১ সপ্তাহ! 

৩. এখন অই Career site এ যেয়ে একটা প্রোফাইল বানাবেন My Profile এ গিয়ে। এটা ধরেন এস এস সি পরীক্ষা - বানান বা গ্রামার ভুল হওয়া যাবেন ভাই, বা ভুল তথ্য দেয়া যাবে না। কারন ব্যাকগ্রাউন্ড চেক অবশ্যই অবশ্যই হবে। সব চাকরির জন্যই এটা প্রযোজ্য। প্লিজ।

৪. Create Job Alert এ যেয়ে একটা Alert তৈরী করবেন যাতে নতুন জব পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে মেইল চলে যায়। এ মূহুর্তে বাংলাদেশের জন্য দুটো জুনিয়র লেভেল পোস্ট এডভারটাইজ করা আছে ভাই।

৫. আপনার ফিল্ড - যেমন আইটি, এডুকেশন ইত্যাদি জব গুলো দেখেন, ক্রাইটেরিয়া গুলো ডাউনলোড করেন আর আবার মুখস্থ করেন। কেন এত মুখস্থ? কারন সারাজীবন কোন কারকে কোন বিভক্তি মুখস্থ করছেন, কোনোই কাজে আসে নাই। এবার আসবে। এটা ভাই একটা স্বপ্ন তৈরী করবে - আপনাকে প্রতিনিয়ত একটা ধাক্কা দেবে নিজেকে তৈরী করার। এই মুখস্থ আসলেই জরুরি ভাইরে।😁

৬. নিজেকে শান দিন, দিতেই থাকেন। কিভাবে? প্রথম হচ্ছে ইংরেজি তে লিখা আর বলা - communication skills আর নিজের কাজের এক্সপেরিয়েন্স। বিভিন্ন কোর্স করেন, নেটওয়ার্ক করেন আর নিজে নিজেই পড়াশোনা করতে থাকেন। আবারো প্লিজ। Be best every f***ing day. ইন্টারভিউ দেবেন এমন ভাবে যে যারা ইন্টারভিউ নেবে তারাই আপনার কাছে পরে ইন্টারভিউ দেবেন, এমন। Leave no shit unturned. No stone unturned বলি নাই কইলাম। 😛

৭. নিজের মনের মতো জব পোস্ট দিলে কভার লেটার আর রেজ্যুমে/ সিভি বানান। কভার লেটার এক পাতার হবে আর এ জন্য ১০ দিন (অন্তত ২৫ ঘন্টা) আর সিভির জন্য যেটা ৩ পাতার বেশী না তার জন্য ২০ দিন (অন্তত ৫০ ঘন্টা) দেবেন! বেশি মনে হচ্ছে? "হাসালে বন্ধু"! এটাই সবচেয়ে কম বললাম। অন্তত ১০ জন প্রফেশনাল, যারা ওই ধরনের জবে কাজ করছেন, তাদের দিয়ে দেখাবেন কভার লেটার + সিভি। ৯ জন না ভাইরে, ১০ জন। না পেলে ১ জনকেই আবার দেখান প্রথমে আর শেষে! কিন্তু ১০ বার দেখানো চাই, চাই, চাই।

৮. নিজের জব সম্পর্কিত ১০ টা প্রশ্ন আর সাধারণ ১০ টা প্রশ্ন ( Why should I hire you ইত্যাদি) লিখে ফেলে মুখস্থ করেন। কারন আপনার সামনে হার্ভার্ড টাইপ লোকজন বসবেন ইন্টারভিউ নেবার জন্য এর সেজন্য ইন্টারভিউ তে আ, উ ইত্যাদি করা ভালো দেখাবে না ভাই। এ নিয়ে আরেকদিন লিখব ইনশাআল্লাহ। 

৯. এপ্লাই করতে থাকেন। ২০ বার এর আগে থামবেন না ভাই। এতে পয়সা খরচ নাই৷ অবশ্য নিজে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার এর জবে এপ্লাই করা বোকামি হবে। Randomly এপ্লাই করবেন আর সে ইতিহাস সিস্টেম এ থেকে যাবে। পুরাই ধরা খাবেন ভাইরে!🥴

১০. ফ্রাসট্রেশন ব্যাপার টা ভুলে যান। একবারে হতে পারে, ২০ বারও লাগতে পারে। লেগে থাকবেন। এটাই সায়েন্স😁 (সাকিব খান এর ভাষায়!) সব্বাই এটাই করে। সিস্টেম ই সেই। সে ধরনের ব্যাকবোন, আত্মা আর ব*স থাকতে হবে। B*lls made of stone (figuratively বললাম আর কি!)। 

এখন প্রশ্ন - এত্ত কষ্ট, জীবন কি নস্ট? হ্যা, হতে পারে সেটা ঠিক বা ভুল। সম্পূর্ণ নিজের ওপর সেটা। কিন্তু একটা অসাধারণ সুন্দর পরিবেশে, ভালো remuneration এ, সম্মান এর সাথে, পৃথিবীর সব দেশের হাজারো রকম মানুষের সাথে একটা চ্যালেঞ্জিং কাজ করার ইচ্ছা, যেখানে you can be the best you want to be থাকা খারাপ নয় অবশ্যই। দেশের করপোরেট বা অন্যান্য চাকরিতে কষ্ট কি কম? 

অসাধ্য বলে কিচ্ছু নাই ভাই। গ্রামে পড়েছেন? সাধারণ ইউনিভার্সিটিতে পড়েছেন? ব্যাপার না। নিজেকে অসাধারণ করে তোলা গ্রাম/শহর /স্কুল/ ইউনিভার্সিটির কাজ না।

সেটা সম্পূর্ণ আপনার। আপনার। আপনার। অনেক শারীরিক disability থাকা মানুষ ও এখানে দাপটের সাথে কাজ করছেন। আর আপনি তো সবল সুস্থ৷ নিজেকে ছোট ভাবা আপনার নিজের তৈরী self fulfilling prophecy. Kick this in the a**. 

তো ভাইরে, শুরু করেন। গতকাল থেকেই।

এখনো করেন নাই?!😡

@সাব্বির আহসান ভাইয়ের লেখা । 



মোহাম্মদ জুয়েল আহমেদ 
 আমি একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালােবাসি, তাই লিখালিখি করি ।অনলাইনে বিভিন্ন ব্লগে আমি ২০১১ সালের থেকেই লিখালিখি করছি । আমি বিয়ানিবাজার সরকারি কলেজে লেখা পড়া করতেছি । সবাই আমার জন্য দোয়া করবেন , যাতে আমি বড় হয়ে একজন আদর্শ বান মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.