কোন বয়সে কানাডায় আসা শ্রেয়?

কোন বয়সে কানাডায় আসা শ্রেয়? 

আমরা অনেকেই কানাডায় আসার জন্য মুখিয়ে থাকি। যে কোন সুযোগে বা যে কোন মূল্যে কানাডায় আসতে রাজি। কিন্তু কানাডায় আসার পর যে হার্ডশিপের মধ্য দিয়ে যেতে হয় বা কানাডায় আসার পর আফটারম্যাথ এর কথা কি আমরা চিন্তা করি??? 

আমরা যারা প্রথম জেনারেশনের ইমিগ্রেন্ট, তাদের অনেক চরাই উৎরাই পার করে একটা স্থিথিশিলতা আনতে হয়। আমরা না পারি দেশিও আচার আচরণ ভুলে যেতে, না পারি কানাডিয়ান সংস্কৃতিকে আপন করে নিতে। 

কানাডায় আসার প্রথম কয়েক বছর চলে যায় সব নতুন নিয়ম কানুন আয়ত্ত করতে। অড জব বা লো পেয়িং জব করে কোন মতে পে চেক টু পে চেক লিভ করতে। যখনই আপনি একটা অবস্থানে দাঁড়াবেন তখনই আপনার মাথার উপর ঘুরতে থাকবে অবসরকালীন সময়ের জন্য সঞ্চয় নিয়ে। 

কানাডায় থাকা অবস্থায় আপনি যত টাকা আয় করবেন তার একটা নির্দিষ্ট অংশ আপনার পে চেক থেকে কেটে রাখা হবে আপনার রিটায়ারমেন্টের জন্য। আপনার বয়স ৬৫ হলে আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন এবং রিটায়ারমেন্টের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু সকল সুবিধার পরেও কি আপনি সচ্ছলভাবে চলতে পারবেন বৃদ্ধ বয়সে? 

আর এখানেই আসে কোন বয়সে কানাডায় আসা শ্রেয় এই প্রশ্নটি। 

আপনি যদি অন্তত ৩০ বা ৩৫ বছর বয়সের মধ্যে কানাডায় আসেন তাহলে আপনার জন্য একটা ফাইটিং চান্স আছে। এর পরে আসলে আপনাকে রিটায়ারমেন্টের পরেও কাজ চালিয়ে যেতে হতে পারে। 

কানাডায় সাধারণত ২৫ থেকে ৩০ বছরের লোণ নিয়ে সবাই বাড়ি কিনে। আপনি যদি ৩০ বছর বয়সে কানাডায় আসেন, 5 বছর কষ্ট করে একটা স্থিথিশিল অবস্থায় পৌঁছাতে পারেন এবং এই সময়টায় কিছু টাকা বাড়ির ডাউনপেমেন্ট এর জন্য জমাতে পারেন তাহলে ৩০ বছরের মরগেজ নিয়ে যখন রিটায়ারমেন্টে যাবেন তখন বৃদ্ধকালে বাড়িটা আপনারই থাকবে। মান্থলি মরগেজ পেমেন্ট নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আর রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আপনি যদি কিছু টাকা প্রতি মাসে আপনার জন্য জমাতে পারেন তাহলে অবসরকালীন সময়ে আপনাকে টাকা পয়সার চিন্তায় ঘুম হারাম করতে হবে না। 

আপনি যদি ৪০ বছর বয়স বা তার পরে কানাডায় আসতে চান তাহলে আপনার বৃদ্ধকালীন সময় নিয়ে আপনাকে সব সময় ভাবতে হবে। রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আপনি মাত্র ২৫ বছর কাজ করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার পেনশন প্ল্যানে আপনি ২৫ বছর কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। যা বাড়ির মরগেজ ক্লিয়ার করার পর্যাপ্ত সময় না। এছাড়া আপনার পেনশন এমাউন্ট ও কম থাকবে। আর এর রেজাল্ট দাঁড়াবে আপনি ৬৫ বছর বয়সের পরও কাজ চালিয়ে যাবেন। 

এসব কিছুই ধরা হচ্ছে আপনি কানাডায় এসেই জব শুরু করবেন। সব কিছু আপনার ফেভারে থাকবে কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। কানাডায় এসে প্রথম কাজ পেতে অনেক সময় ৪/৫ মাসও লেগে যেতে পারে। এসময়টায় দেশ থেকে টাকা আনতে হতে পারে। এরপর যখন আপনি চাকরি পাবেন, আপনাকে দেশের ঋণ শোধ করতে হবে। তাছাড়া অনেকের ডিপেন্ডেন্ট থাকে দেশে যাদের প্রত্যেক মাসে টাকা পাঠাতে হয়। এসব কিছুর পর আপনাকে টাকা জমাতে হবে দেশে যাওয়ার জন্য। আপনার দুই এক বছরের সঞ্চয় সব চলে যাবে একবার দেশে গেলেই। 

কানাডায় অনেকে ভালো চাকরী করেও পে চেক টু পে চেক লিভ করে, অর্থাৎ যেটাকে আমরা বলি "দিন আনি, দিন খাই"। হঠাত করে একদিন চাকরী চলে গেলে আপনি মহা সমুদ্রে পরবেন। ( আর এখানে চাকরী চলে যাওয়া কিংবা কর্ম ঘণ্টা কমিয়ে দেওয়া খুব কমন ব্যাপার ) 

তাই আপনার বয়স ৪০ এর বেশি হলে কানাডায় আসার আগে একটু ভেবে দেখুন, আপনি যে জিবনের আসায় কানাডায় আসতে চাইছেন তা কি আসলেই পাবেন আপনি? 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.