পদার্থ বা ফিজিক্সে কেন পড়ব – পদার্থ বা ফিজিক্সে নিয়ে পড়ে ক্যারিয়ার কি | Muhammed Juwel Ahmed


বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয় চয়েজে অনেকে ফিজিক্স বিষয় পেয়ে থাকে। যাদের প্রথম চয়েজ থাকে ক্যামিস্ট্রি,তাদের কেউ কেউ ফিজিক্স নিয়ে অনার্স পড়ে থাকে। ফিজিক্স বিষয়ে অনার্স পড়লে ক্যারিয়ার কি, ফিজিক্স ভালো নাকি ক্যামিস্ট্রি ভালো, ফিজিক্স নিয়ে আপনাদের যত প্রশ্ন ও জিজ্ঞাসা ছিল তাদের সকল উত্তর আজ এই আর্টিকেলে দেয়ার চেস্টা করবো। আপনি যদি ফিজিক্স বিষয়ে অধ্যয়নরত থাকেন বা ফিজিক্স বিষয়ে পড়তে যাচ্ছেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য প্রযোজ্য।

পদার্থ বা ফিজিক্সে অনার্স পড়ার ক্যারিয়ার
পদার্থ বা ফিজিক্সে অনার্স পড়ার ক্যারিয়ার

★ ফিজিক্স নিয়ে অনার্স পড়তে কি যোগ্যতা লাগে?
উত্তরঃ আপনি যদি এসএসসি ও এইচএসসি দুটাতেই সাইন্স বেকগ্রাউন্ড হয়ে থাকেন এবং আপনি গনিতে দক্ষ হোন, এসএসসি ও ইন্টারমিডিয়েট ফিজিক্সে এ প্লাস থাকে, পাশাপাশি গনিতে ভালো নাম্বার থাকে, ফিজিক্স আপনার প্রিয় বিষয় হয়,তাহলে আপনার উচিৎ ফিজিক্স নিয়ে পড়া।

★ ফিজিক্স কি ক্যামিস্ট্রির চেয়ে কঠিন?
উত্তরঃ ফিজিক্স ও ক্যামিস্ট্রি দুটাই প্রায় কাছাকাছি বিষয়। তবে ক্যামিস্ট্রির ক্ষেত্র বেশি। ফিজিক্স শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। ক্যামিস্ট্রি সকল ক্যামিক্যাল মেডিসিনে বিস্তৃত।

★ ফিজিক্স নিয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি?
উত্তরঃ আপনি যদি ফিজিক্স নিয়ে অনার্স পড়েন তাহলে আপনি চাইলে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন কোম্পানির ল্যাবরেটরিতে জব পেতে পারেন। ফিজিক্স নিয়ে পড়ে জব মার্কেট বর্তমানে বেশি প্রতিযোগিতাপূর্ন। ফার্মেসীর ক্যারিয়ার ফিজিক্স থেকে তুলনামূলক ভালো।

★ ফিজিক্স নাকি ক্যামিস্ট্রি,ভালো কোনটা?
উত্তরঃ যদি কঠিন ও সহজ বিবেচনা করেন,তাহলে ক্যামিস্ট্রি কঠিন। আর চাকরির নিশ্চয়তা চিন্তা করলে ক্যামিস্ট্রি নিয়ে পড়ে ক্যারিয়ার ভালো।

 ফিজিক্স নিয়ে পড়ে কি বিসিএস দেয়া যায়?
উত্তরঃ অবশ্যই,কেন নয়। ফিজিক্স নিয়ে বিএসসি অনার্স পড়ে অনেকে বিসিএস ক্যাডার।

★ ফিজিক্স থেকে কি শিক্ষা ক্যাডার হওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, ফিজিক্স পড়ে ফিজিক্স টিচার হওয়া যায়।

★ ফিজিক্স নিয়ে পড়ে ব্যাংকে জব করা যায়?
উত্তরঃ অবশ্যই যায়। অনেকেই আছে যারা ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করে সরকারি ব্যাংকে জব করে। প্রাইভেট ব্যাংকেও অনেকেই জব করে।

 ফিজিক্স নিয়ে অনার্স পড়ে কিভাবে জব পাবো?
উত্তরঃ ফিজিক্স নিয়ে অনার্স ও মাস্টার্স করার পর আপনি বিভিন্ন যন্ত্রাংশ ও পার্টস উৎপাদন কোম্পানির সাইটে চোখ রাখুন। তারা বিভিন্ন সময় তাদের কোম্পানিতে ফিজিক্স থেকে অনার্স করা ক্যান্ডিডেট নিয়োগ দেয়। তখন সেখানে ফিজিক্স স্টুডেন্ট হিসেবে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন। তবে এই নিয়োগ খুব কম ক্ষেত্রে হয়। সত্যিকার অর্থে বলতে গেলে, বাংলাদেশের পেক্ষাপট বিবেচনায় ফিজিক্সের জব মার্কেট ভ্যালু কম।

★ ফিজিক্স বিষয় নিয়ে অনার্স পড়াকে কি বলে?
উত্তরঃ ফিজিক্স বিষয়ে অনার্স পড়াকে বলে বিএসসি অনার্স ইন ফার্মেসি।

 ফিজিক্স নিয়ে মাস্টার্স পড়াকে কি বলে?
উত্তরঃ ফিজিক্স নিয়ে মাস্টার্স পড়াকে বলে এমএসসি ইন ফিজিক্স ।

★ ফিজিক্স বিষয়ে পড়ে কি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়?
উত্তরঃ অবশ্যই। ফিজিক্স নিয়ে পড়ে অনার্স ও মাস্টার্সে ভালো সিজিপিএ তুলতে পারলে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন।

আশাকরি আজকের আর্টিকেলে ফিজিক্স নিয়ে অনার্স পড়া নিয়ে আপনার মনে যত প্রশ্ন ছিল সব জানতে পেরেছেন। তারপরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন পোস্ট করতে পারেন। আমাদের সাইটের লেখক আপনার প্রশ্নের যথোপযুক্ত উত্তর দিতে বাধ্য থাকিবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.