স্বামীকে জন্মদিনের উপহার হিসেবে কি দিবেন ? Muhammed Juwel Ahmed |

স্বামীর জন্মদিনের উপহার: আপনি কি নিজের স্বামীকে তার জন্মদিনে বিশেষ অনুভূত করানোর জন্য একটি অনন্য উপহারের আইডিয়া খুঁজছেন ? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা স্বামীদের উপহার দেওয়ার জন্য সেরা কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা করবো।

জীবন-সঙ্গীকে সকলেই ভালোবাসে এবং বিশেষ বিষেশ দিনে তাদের জন্য রোমান্টিক কিছু প্ল্যান করে তা জাহিরও করতে চান সকলেই। কিন্তু সমস্যা হল, স্বামীর পছন্দ-অপছন্দ যতই ভালোভাবে জানা থাকুক না কেন উপহার দেওয়ার সময় যত গোলযোগ বাঁধে। কেননা কোন উপহারটা ছেড়ে কোনটা দিলে বেশি খুশি হবেন স্বামী তা ভেবেই বিভ্রান্তি বাড়তেই থাকে। আর দেখা যায়, ভাবতে ভাবতে তার জন্মদিন এসে গেছে এবং সময়ের অভাবে তাকে আর কিছু বিশেষ দেওয়া গেলো না । 

আপনিও যদি এই একই সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে একদম ভেবে সময় নষ্ট করবেন না। আমাদের এই প্রতিবেদন থেকে কেকের পাশাপাশি কোন কোন গিফ্ট দিলে স্বামীর ‘ওয়ান্স ইন এ ইয়ার স্পেশাল ডে’ অর্থাৎ জন্মদিনকে আরো স্পেশাল করে তোলা যায় তার কয়েকটি আইডিয়া দেখে নিতে পারেন।

স্বামীর জন্য জন্মদিনের উপহার এর কয়েকটি আইডিয়া:

স্বামীর জন্মদিনের উপহার
স্বামীর জন্যে সেরা কয়েকটি গিফট আইডিয়া

নিচে আমরা আপনাদের সেরা কয়েকটি জন্মদিনের উপহারের আইডিয়া গুলো বলতে চলেছি যেগুলো আপনাদের স্বামীর অবশই পছন্দ হবে। 

১. পার্সোনালাইসড ছবির ফ্রেম:

আজকাল প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে, ফটো ফ্রেমেও গান প্লে করা যায়।

আরো সহজ করে বললে, হালফিলে এমন একধরণের পার্সোনালাইসড ফটো ফ্রেম বের করা হয়েছে যাতে আপনি আপনার ও নিজের স্বামীর ছবি দিয়ে একটি ডেডিকেটেড গান তাতে চালাতে পারবেন।

তবে হ্যাঁ, এই ফটো ফ্রেম উপহার দেওয়ার জন্য আগের থেকে ডিলার বা সেলারকে অর্ডার দিতে হবে।

কেননা এতে যেহেতু গান ইনস্টল করা হয়, সেহেতু একটু সময় লাগে এই ব্যক্তিগতকৃত ফটো ফ্রেমটিকে বানাতে। এই উপহারটি আপনার স্বামীর জন্য জন্মদিনের সেরা উপহার হতে পারে।

২. স্পিকার সিস্টেম:

আপনার স্বামী যদি গান শুনতে ভালোবাসেন, তবে তাকে একটি পোর্টেবল মিউজিক সিস্টেম দিতে পারেন।

এই ধরণের স্পিকার আকারে ছোট হলেও, এর সাউন্ড আউটপুট খুবই দুর্দান্ত হয়।

এটিকে বাড়ির ভিতরে যেমন ব্যবহার করা যায়, তেমনি বাইরেও সহজ বহন করে বেড়ানো যায়।

একজন সঙ্গীত-প্রেমীর জন্য এই উপহারটি আদর্শ।

৩. পারফিউম সেট:

আপনি আপনার স্বামীকে বিশেষ সুগন্ধির পারফিউম সেট উপহার হিসেবে দিতে পারেন। অফিস হোক বা যেকোনো ধরণের পার্টি, পারফিউম তো লাগেই।

বিশেষ করে আপনার স্বামী যদি শৌখিন মানুষ হয়ে থাকেন তবে এই উপহারটি তার নিশ্চয়ই পছন্দ হবে।

বিশেষ করে একটি বক্সে বিভিন্ন ধরণের পারফিউম থাকলে, উপলক্ষ অনুযায়ী সেগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যাবে।

এতে একঘেয়ামি লাগবে না।

৪. পার্সোনালাইসড কী-রিং, ক্যালেন্ডার বা কফি মগ:

জন্মদিনে চাবির রিং, ক্যালেন্ডার বা কফি মগ দিতে পারেন আপনি। ভাবছেন এইধরনের সাধারণ উপহার দিতে কেন বলছি ?

আসলে বর্তমানে বিভিন্ন অনলাইন ও অফলাইন ডিজিটাল শপে এইধরণের জিনিষগুলিকে কাস্টমাইজড করে বিক্রি করা হচ্ছে।

আরেকটু খুলে বলি ব্যাপারটা, আপনাকে প্রথমেই পছন্দসই একটি প্যাটার্ন বেছে নিতে হবে। তার পর নিজেদের একটি বা একাধিক ছবি সেলারকে দিতে হবে।

সেলার আপনার দেওয়া ছবিগুলিকে সুন্দরভাবে মার্জ করে একটা ডিজাইন তৈরী করে তা কী-রিং, ক্যালেন্ডার বা কফি মাগে ছাপাবে।

এক্ষেত্রে ক্যালেন্ডারে আপনি নিজেদের বিশেষ বিশেষ দিনগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন এবং বছরের প্রত্যেকটি মাসের জন্য এক-একটা ছবি দিতে পারবেন। যাইহোক এরূপ অনন্য কাস্টমাইজড উপহার পেয়ে আপনার স্বামী অবশ্যই খুশী হবেন।

৫. লেদার মানিব্যাগ:

আপনি নিজের স্বামীকে একটি চামড়া বা লেদার ওয়ালেট জন্মদিনে উপহার হিসাবে দিতে পারেন।

লেদার ওয়ালেট আপনি যেকোনো ব্যাগের দোকানে উপলব্ধ পেয়ে যাবেন। কিন্তু একটু আলাদা কিছু যদি করতে চান, তবে দোকানে গিয়ে ওয়ালেটে আপনার স্বামীর নাম খোদাই করানোর কথা বলতে পারেন।

সেলার সুন্দরভাবে মেটাল প্লেটের মধ্যে আপনার পছন্দ করা ফ্রন্টে আপনার স্বামীর নাম খোদাই করে দেবে।

উপহার হিসাবে ওয়ালেট খুবই ভাল একটি বিকল্প, কেননা এতে তিনি একাধিক ডেবিট / ক্রেডিট কার্ড এবং অনেক নগদ টাকা বহন করতে পারবেন। সাথে মানিব্যাগে ছবি রাখার স্পেসও থাকে।

চাইলে এখানে নিজেদের একটি ছবি ঢুকিয়ে দিতে পারেন।

৬. গিফ্ট বাস্কেট:

গিফ্ট বাস্কেট দেওয়ার জন্য বাজেট একটু বেশি রাখতে হবে। কিন্তু টাকা একটু বেশি খরচ হলেও আপনার স্বামী ‘স্পেশাল’ অনুভব করবে।

দেখতে গেলে এই উপহারটি খুব অনন্য নয়, তবে আপনি এটিকে সৃজনশীল করে তুলতে পারেন।

যেমন গিফ্ট বাস্কেটে – আপনার স্বামীর প্রিয় লিকুইড/ওয়াইন ব্র্যান্ডের বাটল, প্রিয় চকোলেট তার পছন্দের বিভিন্ন ধরণের স্ন্যাকস, যেমন – চিপস, নুডুলস বা আইসক্রিম রাখতে পারেন।

অথবা আপনি আপনার স্বামীকে বিভিন্ন ধরণের গ্রুমিং প্রোডাক্ট যুক্ত একটি সেলফ-কেয়ার গিফ্ট বক্স দিতে পারেন।

অনলাইন বা অফলাইন স্টোরের মাধ্যমে আপনি পুরুষদের সাজসজ্জার বা গ্রুমিংয়ের পণ্যগুলি কিনতে পারবেন।

যদি এই বিষয়ে আপনার ধারণা না থাকে তবে কয়েকটি উদাহরণ দেওয়া হল – বিয়ার্ড জেল / বাম, বিয়ার্ড ওয়াশ, ফেস ওয়াশ, সেভিং ক্রিম, সেভিং জেল, কোলন, আফটার সেভ ইত্যাদি।

৭. ছোট ছোট উপহারের সাথে প্রেম পত্র:

স্বামী হোক বা স্ত্রী, সকলেই চায় তার পার্টনার তাকে কেয়ার করুক।

ফলে, আপনি নিজের স্বামীকে উপহার-স্বরূপ তার বয়সের অনুরূপ সংখ্যক ছোট-ছোট গিফ্ট দিতে পারেন।

আর প্রত্যেকটি গিফ্টের সাথে থাকবে একটি করে ছোট লাভ নোট বা প্রেম পত্র।

এই নোটগুলিতে আপনি নিজেদের পূর্ব স্মৃতির কথা লিখতে পারেন অথবা আপনার স্বামীকে উৎসর্গ করে প্রেমের কবিতা লিখতে পারেন।

এইধরণের প্রেমসুলভ উপহার পেয়ে যেকেউ আনন্দিত হবেই।

তবে হ্যাঁ, এরূপ গিফ্ট-সিরিজ তৈরী করার জন্য পর্যাপ্ত সময় নিয়ে কাজে নামবেন। নতুনবা সঠিক সময়ে তা আপনি দিতে পারবেন না।

প্রসঙ্গত আপনি নিজের হাতে একটি স্ক্র্যাপবুকও তৈরি করতে পারেন, যাতে আপনার স্বামীর সাথে আপনার, তার পরিবার এবং বন্ধুদের বিভিন্ন প্রিয় স্মৃতি থাকবে।

এইধরণের উপহার আপনার স্বামীর জন্মদিনকে স্মরণীয় করে তুলবে।

৮. অ্যাডভেঞ্চার ট্রিপ প্ল্যান করুন:

কাজের চাপে ঘুরতে যাওয়া বা একান্তে সময়-যাপন করার অবকাশ পাননা অনেক দম্পতি।

আপনারাও যদি এই দলে সামিল থাকেন তবে, স্বামীর জন্মদিন উপলক্ষে তাকে ‘সারপ্রাইজ’ ট্যুর / ট্রিপ প্যাকেজ গিফ্ট করতে পারেন।

এর জন্য প্রথমেই আপনাকে আপনার স্বামীর পছন্দের ভ্রমণ স্থানগুলি শর্টলিস্ট করে, তার মধ্যে একটিকে চয়ন করতে হবে।

তারপর ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে পুরো ট্রিপ প্ল্যান করুন। আর জন্মদিনের রাতে তাকে অবাক করে দিন কেকের সাথে ট্রিপের টিকিট দিয়ে।

এই উপহার আপনার স্বামীর জীবনের অন্যতম সেরা উপহার প্রমাণিত হতে পারে।

৯. ক্রিকেট টুর্নামেন্টের টিকিট বুক করুন:

আপনার স্বামী যদি ক্রিকেট দেখতে ভালোবাসেন এবং চলতি মাসেই যদি তার জন্মদিন থাকে,

তাহলে, আপনি তাকে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের টিকিট গিফ্ট করে অবাক করে দিতে পারেন।

আর যদি কোনোভাবে তার পছন্দের খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে পারেন, তাহলে আল্হাদে আটখানা হয়ে যাবেন আপনার স্বামী!

১০. ইয়ারফোন বা শেভার:

অফিসে যাওয়ার সময় এবং অফিস করাকালীন কয়েকটি বিশেষ গ্যাজেট পুরুষদের অত্যন্ত কাজে লাগতে পারে।

যেমন, বেয়ার্ড সেভার স্বল্প সময়ে দাঁড়ি কমানোর কাজে আসে।

অন্যদিকে ইয়ারফোন বা ইয়ারবাডের মতো ডিভাইসগুলি হ্যান্ডস-ফ্রি মোডে অফিস মিটিংয়ে সামিল হতে দেয়।

তাই, এগুলি আপনার স্বামীর জন্য জন্মদিনের উপহার হিসাবে মানানসই হতে পারে।

আপনারা যদি ব্র্যান্ড ও মডেল নিয়ে বিভ্রান্ত থাকেন, তবে অনলাইন একাধিক বিকল্প উপলব্ধ পেয়ে যাবেন। রিভিউ দেখে একটিকে বেছে নিন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.