কেন পড়ব হিসাববিজ্ঞান? হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স পড়ে ক্যারিয়ার কি? Muhammed Juwel Ahmed
বানিজ্য বিভাগে যারা পড়ালেখা করেন তাদের অনেকের স্বপ্ন থাকে একাউন্টিং বা হিসাববিজ্ঞান নিয়ে বিবিএ অনার্স করা। হিসাববিজ্ঞান বিষয় আসলে কতটা কঠিন। হিসাববিজ্ঞান নিয়ে অনার্স করার সুবিধা বা অসুবিধা কি সেটি আজকের আর্টিকেলে আমি আপনাদের জানাবো। অনেকে আছে ভয়ে হিসাববিজ্ঞান নিয়ে পড়তে চায়না আবার অনেকে আগ্রহ নিয়ে হিসাববিজ্ঞান নিয়ে পড়ে। আসলেই কি একাউন্টিং নিয়ে বিবিএ করা কস্টসাধ্য? আজকে একাউন্টিং নিয়ে আপনার মনের সব প্রশ্নের উত্তর দিব।
হিসাববিজ্ঞান নিয়ে বিবিএ অনার্স করার সুবিধা |
(১) হিসাববিজ্ঞান/একাউন্টিং নিয়ে বিবিএ অনার্স পাশ করতে কি যোগ্যতা লাগে?
উত্তরঃ আপনি এসএসসি এবং এইচএসসিতে যদি কমার্সে থাকে তাহলে হিসাববিজ্ঞানে বিবিএ অনার্স করতে পারবেন। তাছাড়া মানবিক বা বিজ্ঞান বিভাগে পড়লেও অনার্সে এসে হিসাববিজ্ঞানে বিবিএ অনার্স করতে পারেন। তবে ভালো হয় যদি আপনি আগে থেকে বানিজ্য বিভাগের হয়ে থাকেন।
(২) হিসাববিজ্ঞান/একাউন্টিং নিয়ে বিবিএ পাশ করা কি কঠিন?
উত্তরঃ অন্য যেকোন বিষয়ের তুলনায় একাউন্টিং নিয়ে বিবিএ করাটা তুলনামূলক কস্টসাধ্য। এখানে আপনার হিসাববিজ্ঞানের ব্যাসিক ভালো হতে হবে। পাশাপাশি আপনার গনিতে ভালো হতে হবে। হিসাববিজ্ঞানে বিবিএ অনার্স করতে হলে আপনাকে বিজনেস ম্যাথ ও বিজনেস স্টেটিসটিক নামে দুটো বিষয় পড়তে হবে। সেখানে উচ্চতর গনিত ও উচ্চতর পরিসংখ্যানের কিছু অধ্যায় যুক্ত থাকে। তাই বলা যায় একাউন্টিং থেকে বিবিএ পাশ করা তুলনামূলক পরিশ্রমের কাজ। তবে একাউন্টিং থেকে বিবিএ করলে আপনি জব সেক্টরে প্রচুর অগ্রাধিকার পাবেন।
(৩) চাকরির বাজারে হিসাববিজ্ঞানে বিবিএ করার দাম কেমন?
উত্তরঃ চাকরির বাজারে হিসাববিজ্ঞান/একাউন্টিং থেকে বিবিএ অনার্স করলে আপনি প্রচুর সার্কুলারে আবেদন করতে পারবেন। এখন অনেক সরকারি প্রতিষ্ঠান হিসাবরক্ষক নিয়োগ দিয়ে থাকে। যেখানে বানিজ্য বিভাগে অনার্স চায়। সেখানে আপনি যদি হিসাবরক্ষক পদের জন্য একজন হিসাববিজ্ঞানের ছাত্র হিসেবে আবেদন করেন,তাহলে আপনাকে সেখানে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
(৪) হিসাববিজ্ঞানে অনার্স করলে বেসরকারি চাকরির সুবিধা কেমন?
উত্তরঃ অন্য যেকোন চাকরির তুলনায় হিসাববিজ্ঞানে অনার্স পাশ করলে বেসরকারি চাকরিতে তুলনামূলক অনেক বেশি সুবিধা পেতে পারেন। বিভিন্ন প্রাইভেট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আপনি একজন একাউন্টিং বিভাগের ছাত্র হিসেবে অগ্রাধিকার পেতে পারেন।
(৫) একাউন্টিং থেকে বিবিএ করে প্রফেশনাল কোর্সে সুবিধা কি?
উত্তরঃ আপনি একাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ অনার্স করার পরে চাইলে সিএ বা সিএমএ কোর্স করতে পারেন। যেখানে একজন হিসাববিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি অনেক সুবিধা পাবেন। বানিজ্য বিভাগ ব্যাতিত অন্য বিভাগের স্টুডেন্ট এর জন্য সিএ বা সিএমএ করাটা তুলনামূলক কস্টসাধ্য হয়ে দাড়ায়।
এখন আসি মূল প্রসঙ্গে, আপনি হিসাববিজ্ঞান বা একাউন্টিং বিভাগ থেকে বিবিএ/অনার্স পাশ করেছেন মানে আপনি আন্তর্জাতিক চাকরির বাজারে অনেকগুন এগিয়ে আছেন। প্রতিটি সরকারি বা বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠানে একজন দক্ষ ও অভিজ্ঞ হিসাবরক্ষক খুঁজে থাকে। এছাড়া বিসিএস,শিক্ষক নিবন্ধন,ব্যাংক সহ সকল সরকারি বা বেসরকারি চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন।
আপনার মনে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনি নিচের কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন। আমাদের লেখকগন আপনার প্রশ্নের উত্তর দিবে।
কোন মন্তব্য নেই