বউকে জন্মদিনের উপহার হিসেবে কি দিলে ভালো হয়: গিফট আইডিয়া | Muhammed Juwel Ahmed |
তাই আপনার স্ত্রীর জন্মদিন যদি আসন্ন হয়ে থাকে এবং আপনি তাকে অবাক করে দেওয়ার মতো কোনো উপহার দিতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। এমন অনেকে আছেন যারা উপহার চয়নের ক্ষেত্রে অপটু। আপনিও যদি এই তালিকায় সামিল থাকেন তবে আমরা আপনার সাহায্য করবো।
উপহার দেওয়ার প্রথম শর্ত হল, একজন ব্যক্তির – বয়স, রুচি, পছন্দ এবং প্রয়োজনকে বিবেচনা করে তার উপযুক্ত উপহার বেছে নেওয়া উচিত। এছাড়া প্রত্যেক মেয়ের ভালোলাগা বা খারাপ-লাগা এক সমান হবে এমন কোনো কথা নেই।
বউয়ের জন্য জন্মদিনের উপহারের কয়েকটি আইডিয়া:
হতেই পারে আপনার স্ত্রীর পছন্দ অন্যদের থেকে স্বতন্ত্র বা সে অতিরিক্ত রুচিশীল।
দ্বিতীয়ত, উপহার দামি হতেই হবে এই ধারণা মাথা থেকে বের করে দিন। উপহার এমন হওয়া উচিত যা বিপরীতপক্ষের মন জয় করতে পারবে। তাই এই দুটি শর্তকে সামনে রেখে আজ আমরা স্ত্রীকে জন্মদিনে দেওয়ার জন্য কয়েকটি সেরা গিফ্ট আইডিয়া দেব আপনাকে।
১. লেদার হ্যান্ডব্যাগ :
যেকোনো মেয়ে বা মহিলার জন্য হ্যান্ডব্যাগ হল একটি অতি প্রয়োজনীয় জিনিস। তাই আপনি নিজের স্ত্রীকে জন্মদিনের উপহার হিসেবে একটি হ্যান্ডব্যাগ দিতে পারেন। তবে যেহেতু জন্মদিন উপলক্ষ্যে ব্যাগটি দিচ্ছেন, সেহেতু পিউ-লেদার বা কাপড়ের ব্যাগ না দিয়ে লেদার হ্যান্ডব্যাগ চয়ন করতে পারেন।
এই ধরণের ব্যাগ যেমন টেকসই, তেমনই ক্লাসিক লুক প্রদান করে। সর্বোপরি দোকানে অনুরোধ করে আপনি নিজের বউয়ের নাম এই ব্যাগে খোদাইও করতে পারবেন। এমনটা করলে ব্যাগটি আপনার স্ত্রীর জন্য স্মৃতিবাহক হয়ে উঠবে।
২. মেকআপ সেট বা জুয়েলারি :
একটি মেয়ে বেশি সাজুক বা কম, মেকআপ এবং জুয়েলারি এই দুটি বস্তু তার কখনো না কখনো দরকারে আসবেই। এক্ষেত্রে আপনার স্ত্রী যদি সাজসজ্জা করতে ভালোবাসেন তবে তার জন্য মেকআপ কিট আদর্শ।
এই ধরণের কিটের মধ্যে – লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, ফাউন্ডেশন, মেকআপ ফিক্সার ইত্যাদি সামগ্রী অন্তর্ভুক্ত করতে পারেন। আর সাথে জুয়েলারি হিসাবে আপনি সোনার কোনো আইটেম দিতে পারেন। আর যদি বাজেট টাইট থাকে, তবে অক্সিডাইজ বা ফ্যান্সি জুয়েলারি দেওয়ার কথা ভাবতে পারেন।
৩. স্মার্টওয়াচ বা ইয়ারফোন :
বউয়ের সাজসজ্জার খেয়াল রাখলে শুধু চলবে না, সাথে তার স্বাস্থ্যের দিকেও সমানভাবে নজর রাখতে হবে। তাই আমাদের পরামর্শ, স্মার্টওয়াচ নামক গ্যাজেটটি উপহার হিসাবে স্ত্রীকে দিতে পারেন। এই ডিভাইসটি সময় দেখানোর পাশাপাশি, পরিহিত ব্যক্তিকে তার স্বাস্থ্য সম্পর্কিত খুঁটিনাটি তথ্য প্রদান করে এবং কোনো শারীরিক সমস্যা ডিটেক্ট করলে সেই বিষয়েও অবগত করবে।
এছাড়া আপনার বউ যদি অফিসে কর্মরত হন, তবে রাস্তায় যাতায়াতের সময়ে যাতে তিনি হ্যান্ডস-ফ্রি মোডে ফোনে কথোপকথন চালিয়ে যেতে পারেন তার জন্য ইয়ারফোন বা TWS ইয়ারপড কিনে দিতে পারেন।
৪. গিফ্ট বাস্কেট :
গিফ্ট বাস্কেট হল এমন একটি বিকল্প, যার মধ্যে আপনি বিভিন্ন রকমের জিনিস কম্বো হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনার বাজেট বেশি হলে, গিফ্ট বাস্কেটের মধ্যে – হেয়ার ড্রায়ার / স্ট্রেটনার / কালার, শাড়ি, জুয়েলারি সেট, পারফিউম, চুড়ি সেট, মেকআপ সামগ্রী এবং ফুলের তোড়া অন্তর্ভুক্ত করতে পারেন।
আর যদি বাজেট কম হয় তবেও কোনো সমস্যা নেই। আপনি আপনার স্ত্রীর পছন্দের চকোলেট, চিপস, আইসক্রিম, স্ন্যাক্স, ড্ৰাই ফ্রুট, হেয়ার ক্লিপ, কুর্তি / সালোয়ার, ফুলের তোড়া এবং একটি প্রেম পত্রের সাথে সাজিয়ে তুলতে পারেন গিফ্ট বাস্কেট।
৫. বই :
মেয়ে মাত্রই যে মেকআপ বা শাড়ি ভালোবাসবে এমন কোনো কথা নেই। যদি আপনার স্ত্রী বই পড়তে পছন্দ করেন, তবে তাকে তার প্রিয় লেখক / লেখিকার বই উপহার হিসাবে প্রদান করুন। সাথে একটি প্রেমময় চিরকুট ও কেক সামিল করতে পারেন। দেখবেন আপনার স্ত্রী অত্যন্ত খুশি হয়েছে উপহারটি পেয়ে।
৬. পার্সোনালাইজড ফটো ফ্রেম :
আমরা ফটো তুলি বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য। আর পুরোনো স্মৃতি রোমন্থন করার জন্য জন্মদিনের থেকে অধিক বিশেষ দিন আর কি আছে। তাই একটি কোলাজ ফ্রেম কিনে তাতে আপনাদের বিশেষ দিন, অর্থাৎ – প্রথম দেখা, এনগেজমেন্ট, বিয়ে ইত্যাদির ছবি লাগাতে পারেন।
এছাড়া স্ত্রীর পরিবারের সদস্যদের এবং স্ত্রীর কয়েকটি বাল্যকালের ছবি দিয়েও সাজিয়ে তুলতে পারেন ফটো ফ্রেমটি।.
কোন মন্তব্য নেই