ইম্প্রুভমেন্ট পরিক্ষার নিয়মাবলী /শর্তাবলীঃ











প্রশ্ন - ইম্প্রুভ কি ? 

উত্তর: কোন এক বা একাধিক সাবজেক্ট এ তুলনামূলকরেজাল্ট না আসলে ওই বিষয় গুলো আবার পুনরায় নতুন করে পরীক্ষা দেওয়াকেই ইমপ্রুভমেন্ট পরিক্ষা বা এক্সাম বলে।
প্রশ্ন: ইমপ্রুভমেন্ট পরিক্ষায় রেজাল্ট খারাপ হওয়া বা ফেইল হলে করনীয় কি?
উত্তর : কোন এক বা একাধিক সাবজেক্ট এ তুলনামূলকরেজাল্ট না আসলে ওই বিষয় গুলো আবার পুনরায় নতুন করে পরীক্ষা দেওয়াকেই ইমপ্রুভমেন্ট পরিক্ষা বা এক্সাম বলে।

প্রশ্ন:  C, D, F গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দেয়া যাবে? 
উত্তর- শুধুমাত্র C, D, F গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দেয়া যায়।

প্রশ্ন: C+, B-, B, B+, A-, A, A+ পেলে ইম্প্রুভমেন্ট যাবে ? 
উত্তর: C+, B-, B, B+, A-, A, A+ পেলে ইম্প্রুভমেন্ট দেয়া যায়  না৷। 

প্রশ্ন: কোন বিষয়ে C & D গ্রেড পেয়েমে  ইম্প্রুভন্ট পরিক্ষা  না দিলে কোন সমস্যা হবে? 
উত্তর: কোন বিষয়ে C & D গ্রেড পেয়ে ইম্প্রুভমেন্ট পরিক্ষা  না দিলে কোন সমস্যা হবে না।
তবে F গ্রেড পেলে তা ইম্প্রুভমেন্ট দিয়ে তা অবশ্যয় গ্রেডের  মান উন্নয়ন করতে হবে। 
প্রশ্ন: প্রশ্নঃ শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪. পারিবারিক জটিলতার জন্য পড়াশোনায় তেমন মন দিতে পারিনি। ৩য় বর্ষের একটি বিষয়ে কোনো ভাবে পরিক্ষা দিয়ে পাস করতে পারছি না। এই বার আগামিকাল ২২ তারিখ আবার ইম্প্রুভমেন্ট পরিক্ষা দিচ্ছি। আল্লাহ জানে কি হবে। সামনে কি আর একবার ও পরিক্ষা দেওয়ার সুযোগ পাবো? নাকি এইটা শেষ বার? সঠিক উত্তর প্রদান করলে খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ। 
উত্তরঃ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যতবার ফেল করবে ততবারই ইমপ্রুভমেন্ট দিতে পারবে, তবে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে। রেজিস্ট্রেশনের মেয়াদ ৭ বছর। এ বছর আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হচ্ছে তাই এবারই আপনার শেষ সুযোগ। দোয়া করি আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করেন।

কিছু নিয়মাবলি- 
* ১ম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে F গ্রেড রাখা যাবে না। 
* এক বিষয়ের গ্রেড দ্ধারা অন্য বিষয় পভাবিত হবেনা, এমনকি একপত্রের সাথে অন্য পত্রেরও সম্পর্ক নাই। 
* ১ম বার C/D  গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফরমপূরন না করলে পরবর্তীতে ঐ বিষয়ে আর ইম্প্রুভমেন্ট দেয় যায় না।
* ১ম বার C/D  গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফরমপূরন করেও পরিক্ষায় অংশগ্রহন না করলে ঐ বিষয়ে পরবর্তীবার আবার ইম্প্রুভমেন্ট দেয় যায়। 
* ১ম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার পরিক্ষায় অংশগ্রহন করেও F গ্রেড পেলে ঐ বিষয়ে পরবর্তীবার আবার ইম্প্রুভমেন্ট দেয় যায়। 
*  কোন বিষয়ের পরিক্ষায় অনুপস্থিত থাকলে তা Fail গ্রেড হিসিাবে বিবেচ্য। 
* কোন বিষয়ের F গ্রেড পেলেই পরবর্তীবার ইম্প্রুভমেন্ট দেয়া যায়। 
* রেজিষ্টশন এর মেয়াদ থাকাকালীন সময় যতবার F গ্রেড় আসবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে। 
*  অনার্সের ক্ষেত্রে রেজিষ্টশন এর মেয়াদ ৬ বছর থেকে এখন ৭ বছরে করা হয়েছে । 
* F গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দিয়ে গ্রেড উন্নয়ন হলে পরবর্তীতে আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না, এমনকি C/D গ্রেড় পেলেও আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না। 
* মানউন্নয়ন দিয়ে একই বিষয়ে একাধিক গ্রেড় পেলে, সে ক্ষেত্রে একাধিক গ্রড়ের মধ্য থেকে  উচ্ছতর গ্রেড়টি  গ্রহন করা হবে। 
* ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্ছ B+ গ্রেডের সীমার নিয়ম রাখলও তা এখন কার্যকর নয়, তাই এখন যে যাই পাই তা দিয়ে দেয়। 
* অনার্সের ক্ষেত্রে মোট CGPA 2.00 থাকা শাপেক্ষে,  কোন বিষয়ে (ফেল) F গ্রেড থাকলে  তাকে ডিগ্রী (পাস) সনদ দেয় হবে।
*পোষ্টটি  পুনরায় মনযোগ  দিয়ে পড়ুন, সঠিক তথ্য জানুন & বন্ধুদের মাঝেও  শেয়ার করে করুন।  

আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম “ইম্প্রুভমেন্ট পরিক্ষার নিয়মাবলী এর বিভিন্ন বিষয়ে।
আশা করছি ইম্প্রুভমেন্ট  পরিক্ষা বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
ইম্প্রুভমেন্ট পরিক্ষা  নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.