জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার ২০২৩ নিয়মাবলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কলেজ পরিবর্তন করতে চান তারা এখন থেকে আবেদন করতে পারবেন পরিক্ষা ফলাফল দেওয়ার ৪৫ দিন মধ্যে টিসি নিতে হয়,
টিসি নিতে হলে কিছু নিয়ম নীতি মানতে হবে তাহলে আপনি টিসি পাবেন, এক জেলা থেকে অন্য জেলা টিসি দিবে এক জেলা অন্য কলেজে টিসি হবে না, তবে মেয়েদের বিশেষ ক্ষেত্রে পাবে, বিশেষ ক্ষেত্রে বিস্তারিত পোষ্ট পাবেন,
বেসরকারি টিসি নিতে ১ বছর বেতন পরিশোধ করতে চাইবে, সরকারি থেকে বেসরকারি তে যেতে পারবেন না,
👉 যে কলেজ tc নিয়ে যাবেন সে কলেজে আপনার নিদিষ্ট বিষয় সিট খালি আছে কি না দেখে নিবেন না হলে টিসি নিয়া রাস্তা রাস্তা ঘুড়বেন তাই আগে জেনে নিবেন,
যেহেতু সহজে জানাবো বলছি তাহলে সহজে বলি টিসি নিতে আপনার নিদিষ্ট কলেজ কেন টিসি নিবেন সে সম্পকে জানাতে হবে এবং আপনার কলেজ টিসি যদি দেয় সে কারণ দেখে তাহলে আপনি কলেজ সহজে পরিবর্তন করতে পারবেন না হলে পারবেন না, কলেজ থেকে অনুমতি পত্র দিবে যা অনলাইনে সাবমিট করতে হবে,
আর মেয়েরা সহজে টিসি নিতে পারে যে কোনো একটা সমস্যা দেখিয়ে ছেলেরা পারে না তেমন, অনেক গুলো কারণ দেখাতে পারে সে সব কারণ আমার বিস্তারিত পোষ্ট পাবেন,
এবার আসি কি ভাবে কাজ করবেন কি লাগবে,
আপনাকে আপনার কলেজ থেকে টিসি পেপার নিতে হবে অনুমতি পত্র, তার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের website যাবেন service option ডুকবেন student login ডুকবেন আপনার সকল তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করবেন, তার পরে user id pass পাবেন সে user id pass দিয়ে login করবেন
🚹লগইন করার পর, বামদিকে Academic Services এ ক্লিক করলে Academic Services For Student এর তালিকা পাবেন। এই তালিকায় Transfer College(TC) -তে ক্লিক করলে ছাড়পত্রের আবেদন ফরম পাবেন।
উক্ত ফরম টি পুরণ করে proceed অপশনে ক্লিক করবেন। তারপর এটি সোনালি ব্যাংকে নিয়ে ফিসহ জমা দিতে হবে।
। ৭০০ টাকা,
🚩 আবেদন করার পর করণীয়
🐰প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই SMS এর মাধ্যমে তার আবেদন বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে।
🐰আবেদন গ্রহণযোগ্য হলে প্রার্থীকে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে।
🚩জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার এর জন্য যেসব কাগজপত্র লাগবে
Shohan Shagor
✍️চূড়ান্ত আবেদনের সাথে ছাড়পত্র প্রদানকারী কলেজের টিসি ফরম বা দরখাস্ত, চেয়ারম্যান বা কাউন্সিলরের প্রত্যয়নপত্র সহ আরও বিভিন্ন কাগজপত্র লাগবে। তাছাড়া আবেদনের সাথে ১ম বর্ষের রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও পরীক্ষার অনলাইন ফলাফল কপি জমা দিতে হবে। চলুন নিম্নে দেখে নেই কি কি কাগজপত্র লাগবে :
১) নিজ কলেজের টিসি ফর্ম। লাগবেই
২) চেয়ারম্যান / কাউন্সিলরের প্রত্যয়নপত্র। অপশনাল
৩) অভিভাবকের সম্মতিপত্র। অবশনাল
৪) অভিভাবকের আইডি কার্ড। যদি পিতা সরকারি চাকুরী করে অবশনাল
৫) অনার্সের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র। লাগবেই
৬) অনার্সের ফলাফলের অনলাইন কপি।
৭) নিজের ২/১ কপি ছবি।
৯) এইচ এস সি ও এসএসসির রোল / নম্বরপত্রের কপি।
১০) এছাড়া আবেদন কারীর ধরণ অনুযায়ী আরও কাগজপত্র লাগবে যা উপরে বলা হয়েছে। মানে আপনি কলেজ যে বিষয় উপস্থান করিয়ে কলেজ অনুমতি নিবেন সে পেপার,
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কলেজ ট্রান্সফার বিষয়ে।
আশা করছি কলেজ ট্রান্সফার,বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
কলেজ ট্রান্সফার, নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
কোন মন্তব্য নেই