জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম | প্রথম পার্ট |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:
Mark Range | Grade Point (GP) | Letter Grade (LG) | Division |
৮০-১০০ | ৪.০০ | A+ | ১ম বিভাগ |
৭৫-৭৯ | ৩.৭৫ | A | ১ম বিভাগ |
৭০-৭৪ | ৩.৫০ | A- | ১ম বিভাগ |
৬৫-৬৯ | ৩.২৫ | B+ | ১ম বিভাগ |
৬০-৬৪ | ৩.০০ | B | ১ম বিভাগ |
৫৫-৫৯ | ২.৭৫ | B- | ২য় বিভাগ |
৫০-৫৪ | ২.৫০ | C+ | ২য় বিভাগ |
৪৫-৪৯ | ২.২৫ | C | ২য় বিভাগ |
৪০-৪৪ | ২.০০ | D | ৩য় বিভাগ |
০-৩৯ | ০.০০ | Fail | ——– |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:
Mark Range | Grade Point (GP) | Letter Grade (LG) | Division |
৮০-১০০ | ৪.০০ | A+ | ১ম বিভাগ |
৭৫-৭৯ | ৩.৭৫ | A | ১ম বিভাগ |
৭০-৭৪ | ৩.৫০ | A- | ১ম বিভাগ |
৬৫-৬৯ | ৩.২৫ | B+ | ১ম বিভাগ |
৬০-৬৪ | ৩.০০ | B | ১ম বিভাগ |
৫৫-৫৯ | ২.৭৫ | B- | ২য় বিভাগ |
৫০-৫৪ | ২.৫০ | C+ | ২য় বিভাগ |
৪৫-৪৯ | ২.২৫ | C | ২য় বিভাগ |
৪০-৪৪ | ২.০০ | D | ৩য় বিভাগ |
০-৩৯ | ০.০০ | Fail | ——– |
আপনাকে আমি সহজ ভাবে CGPA বের করা শিখাবো, এতে আপনার কোনো ধরবের, যোগ/বিয়োগ/ভাগ করা কিছু লাগবেনা, ২ মিনিটের মধ্যে আপনি CGPA বের করতে পারবেন,
নিচের আমি সফটওয়্যার টি শেয়ার করছি, ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন, এখানে ক্লিক করুন NU CGPA CALCULATION APK
অথবা আপনি চাইলে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন,
১। আপনার ফোন থেকে playstore ওপেন করুন।
৩। এখান থেকে NU CGPA CALCULATOR সফটওয়্যার ডাউনলোড করুন, তবে আইকন দেখে ডাউনলোড করবেন।
৪। এবার ইন্সটল করুন ।
৫। এটা ওপেন করুন
৬। এই রকম আসবে + চিহ্নে ক্লিক করে আপনার যে কয়টা সাবজেক্ট আছে, এইগুলা সিলেক্ট করুন
৭।আমার ছয়টা সাবজেক্ট তাই ৬ টা সিলেক্ট করলাম
৮। এই খালি ঘর গুলোতে ক্লিক করে, আপনার লেটার গুলো বসাবেন, তারপর CALCULATE ক্লিক করেন, সাথে সাথে আপনার CGPA বের হবে।
৯। এবার দেখেন নিচে আপনার CGPA সহজেই বের হইছে,
কোন মন্তব্য নেই