জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম | প্রথম পার্ট |


জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:

Mark RangeGrade Point (GP)Letter Grade (LG)Division
৮০-১০০৪.০০A+১ম বিভাগ
৭৫-৭৯৩.৭৫A১ম বিভাগ
৭০-৭৪৩.৫০A-১ম বিভাগ
৬৫-৬৯৩.২৫B+১ম বিভাগ
৬০-৬৪৩.০০B১ম বিভাগ
৫৫-৫৯২.৭৫B-২য় বিভাগ
৫০-৫৪২.৫০C+২য় বিভাগ
৪৫-৪৯২.২৫C২য় বিভাগ
৪০-৪৪২.০০D৩য় বিভাগ
০-৩৯০.০০Fail——–

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:

Mark RangeGrade Point (GP)Letter Grade (LG)Division
৮০-১০০৪.০০A+১ম বিভাগ
৭৫-৭৯৩.৭৫A১ম বিভাগ
৭০-৭৪৩.৫০A-১ম বিভাগ
৬৫-৬৯৩.২৫B+১ম বিভাগ
৬০-৬৪৩.০০B১ম বিভাগ
৫৫-৫৯২.৭৫B-২য় বিভাগ
৫০-৫৪২.৫০C+২য় বিভাগ
৪৫-৪৯২.২৫C২য় বিভাগ
৪০-৪৪২.০০D৩য় বিভাগ
০-৩৯০.০০Fail——–


আপনাকে আমি সহজ ভাবে CGPA বের করা শিখাবো, এতে আপনার কোনো ধরবের, যোগ/বিয়োগ/ভাগ করা কিছু লাগবেনা, ২ মিনিটের মধ্যে আপনি CGPA বের করতে পারবেন, 

নিচের আমি সফটওয়্যার টি শেয়ার করছি, ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন, এখানে ক্লিক করুন NU CGPA CALCULATION APK


অথবা আপনি চাইলে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, 


১। আপনার ফোন থেকে playstore ওপেন করুন। 

২।সার্চ বক্সে টাইপ করুন NU CGPA CALCULATOR


৩। এখান থেকে NU CGPA CALCULATOR সফটওয়্যার ডাউনলোড করুন, তবে আইকন দেখে ডাউনলোড করবেন। 


৪। এবার ইন্সটল করুন । 

৫।  এটা ওপেন করুন


৬। এই রকম আসবে + চিহ্নে ক্লিক করে আপনার যে কয়টা সাবজেক্ট আছে, এইগুলা সিলেক্ট করুন


৭।আমার ছয়টা সাবজেক্ট তাই ৬ টা সিলেক্ট করলাম


৮। এই খালি ঘর গুলোতে ক্লিক করে, আপনার লেটার গুলো বসাবেন, তারপর CALCULATE   ক্লিক করেন, সাথে সাথে আপনার CGPA বের হবে। 

৯। এবার দেখেন নিচে আপনার CGPA সহজেই বের হইছে, 
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম সম্পর্কে ।
আশা করছি CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম |  বলতে কি বুঝায় বিষয়টা আপনার ভালো করে বুঝতেই পেরেছেন।
CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম  নিয়ে লিখা আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.