CGPA কি? GPA এবং CGPA বের করার পদ্ধতি EASY
CGPA কি?
একজন শিক্ষার্থীর সামগ্রিক একাডেমিক performance বা অবস্থান এবং মূল্যায়ন উপস্থাপনের জন্য ব্যবহৃত স্কোর নির্নয় পদ্ধতির নাম CGPA (সিজিপিএ), যার পূর্ণরূপ হল, Cumulative Grade Points Average।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের জন্য এটি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করা হয়ে থাকে।
অধিকাংশ ক্ষেত্রে CGPA সাধারণত out of 4 এ হিসাব করা হয়ে থেকে, তবে অনেকাংশে out of 5 এ হিসাব করা হয়। এক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গ্রেড পয়েন্ট এবং তা অনুযায়ী শিক্ষার্থীদেরকে A, B, C, D, কিংবা F গ্রেডে স্কোর দেয়া হয়ে থাকে।
সাধারণত অঞ্চল, দেশ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে গ্রেডিং সিস্টেমের তারতম্য হয়ে থাকে।
যেমনঃ উত্তর আমেরিকা অঞ্চলের মতো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে CGPA out of 4 এ হিসাব করা হয়, তবে পার্শ্ববর্তী দেশ ভারতে গ্রেডিং হিসাব করা হয় Out of 9 এ। আবার কিছু দেশে percentage সিস্টেমেও প্রাপ্ত নম্বরকে প্রকাশ করা হয়।
CGPA এর সাহায্যে মূলত,
অধ্যয়নের বিষয় অনুযায়ী, পঠিত সকল কোর্সে একজন শিক্ষার্থীর অর্জিত মোট গ্রেড পয়েন্টের গড়কে নির্দেশ করে।
একটি সেমিস্টার বা বছর শেষে প্রাপ্ত স্কোরটি হল GPA (grade point average)।
GPA এবং CGPA বের করার পদ্ধতি:
যেমনঃ
১ম বর্ষে একজন শিক্ষার্থীর পঠিত বিষয়ের কোর্স সংখ্যা ৯ টি।
প্রাপ্ত গ্রেড, নিচের গ্রেডশিটের সাহায্যে উল্লেখ করা হলঃ
Course Name | Credit Hours | Grade Points Received | Total |
101 | 4 | 3.75 | 4✕3.75= 15 |
102 | 4 | 3.50 | 14 |
103 | 4 | 3.50 | 14 |
104 | 4 | 3.50 | 14 |
105 | 4 | 3.50 | 14 |
106 | 2 | 3.50 | 7 |
107 | 2 | 3.25 | 6.5 |
108 | 4 | 3.75 | 15 |
109 | 2 | 3.25 | 6.5 |
এক্ষেত্রে সেই শিক্ষার্থীর ১ম বর্ষে Total credit hour 30,
Total (Credit Hour ✕ Grade Point Received) = (15 + 14 + 14 + 14 + 14 + 7 + 6.5 + 15 + 6.5) = 106
সুতরাং, GPA = 106 / 30 = 3.53
অর্থাৎ,
১ম বর্ষে প্রাপ্ত GPA= 3.53 ; Total credit hour 30
একইভাবে,
২য় বর্ষে প্রাপ্ত GPA= 3.47 ; Total credit hour 30
৩য় বর্ষে প্রাপ্ত GPA= 3.37 ; Total credit hour 30
৪র্থ বর্ষে প্রাপ্ত GPA= 3.37 ; Total credit hour 30 হলে,
CGPA = {GPA = Sum of (Credit ✕ Grade Point)} / Sum of total Credit Hour
CGPA = { (3.53✕30) + (3.47✕30) + (3.37✕30) + (3.37✕30) } / (30+30+30+30)
= [106+104+101+101] / 120
= 412 /120
= 3.43
এভাবে প্রতিটি সেমিস্টার কিংবা সব বছরের পরীক্ষায় প্রাপ্ত GPA এর সমষ্টিকে মোট Credit hour দিয়ে ভাগ করে CGPA পাওয়া যায় ।
কোন মন্তব্য নেই