ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস


ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস
ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস

আজকের লেখাটি মূলত, ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস নিয়ে। আসলে ইংরেজি এমন একটি ভাষা, যার খুঁটিনাটি ভালমতো না জানলে না পারবেন স্কুল-কলেজের পরীক্ষায় পাশ করতে, না পাবেন ভালো কোন চাকরি। শুদ্ধভাবে ইংরেজি শব্দের উচ্চারণ করাটাও ইংরেজি ব্যাকরণ জানার মতো সমান গুরুত্বপূর্ণ।


ভুলভাল ইংরেজি বানান উচ্চারণ করে জনসমক্ষে হাসির পাত্র হওয়ার আগে ,জেনে নিন ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস। এই নিয়মগুলো আপনার ইংলিশ স্পিকিংয়ের বেসিক তৈরি করতে সাহায্য করবে।

বোঝার সুবিধার্থে প্রতিটি নিয়মের সাথে উদাহরণ হিসেবে কিছু ইংরেজি শব্দ ও তাদের উচ্চারণ বাংলায় দেয়া হয়েছে। তাহলে, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 

ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১

কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোর মাঝখানে E, এরপরে একটি consonant (R বাদে), এবং শেষে আরেকটি E থাকে। এসব শব্দের ক্ষেত্রে প্রথম E এর উচ্চারণ হবে ‘ঈ’ এর মতো কিন্তু শেষের E থাকবে অনুচ্চারিত। যেমন –
Complete (কমপ্লীট) – সম্পূর্ণ
Deplete (ডিপ্লীট) – খালি করে ফেলা/বের হয়ে যাওয়া
Mete (মীট) – পরিমাপ করা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২

শব্দের মাঝে oe থাকলে তার উচ্চারণ ই/ওয়া/ওয়ে/উই হতে পারে। আবার শব্দের শেষে oe থাকলে তার উচ্চারণ সাধারণত হয় ও/উ। যেমন –
Phoenix (ফিনিক্স) – রূপকথার পাখি বিশেষ
Amoeba (অ্যামিবা) – এককোষী প্রাণী
Shoe (শু) – জুতা
Hoe (হো) – কৃষি যন্ত্র বিশেষ
Coenzyme (কোএনজাইম) – একটি এনজাইম কাঠামোয় অবস্থিত তাপমুক্ত প্রোটিন ভগ্নাংশ
Coercion (কোয়ারশন) – জবরদস্তি
Gooey (গুয়ি) – চটচটে

ইংরেজী বানান ও উচ্চারণের সহজ নিয়ম pdf ডাউনলোড

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩

শব্দের শুরুতে যদি consonant থাকে এবং তারপরে যদি oi থাকে তাহলে তখন ঐ oi এর উচ্চারণ ‘অয়’ হবে। যেমন –
Coin (কয়েন) – মুদ্রা
Foil (ফয়েল) – পাতলা ধাতব পাত
Join (জয়েন) – যোগ দেয়া

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪

যেসব শব্দে oa এর পরে consonant থাকে সেসব শব্দের oa এর উচ্চারণ ‘ও’ হবে, তবে উচ্চারণে হালকা একটু টান থাকবে। যেমন –
Road (রোওড) – রাস্তা
Loan (লোওন) – ঋণ
Toad (টোওড) – এক ধরণের ব্যাঙ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫

যেসব শব্দের গঠনে ui, এরপরে consonant, তারপরে A/E/O থাকে, সেসব ক্ষেত্রে ui এর উচ্চারণ ‘আই’ এর মতো। যেমন –
Guide (গাইড) – পথ প্রদর্শন করা/পথ প্রদর্শক
Misguidance (মিসগাইডেন্স) – ভুল পথে পরিচালিত করা
Suicide (সুইসাইড) – আত্মহত্যা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৬

যদি শব্দের মাঝে E থাকে এবং E এর পরে consonant থাকে (R বাদে), তাহলে ঐ E এর উচ্চারণ ‘এ’ হবে। কিন্তু consonant টি R হলে E এর উচ্চারণ ‘আ’ হবে। যেমন –
Rent (রেন্ট) – ভাড়া
Comment (কমেন্ট) – মন্তব্য
Dicer (ডাইসার) – কোন কিছু টুকরো করে কাটার যন্ত্র বিশেষ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৭

শব্দের মাঝে যদি ee থাকে এবং এরপরে consonant থাকে (R বাদে), তাহলে ee এর উচ্চারণ হবে ‘ঈ’। যেমন –
Feel (ফীল) – অনুভব করা
Steel (স্টীল) – ইস্পাত
Zeeland (জীল্যান্ড) – নেদারল্যান্ডসের একটি অঙ্গরাজ্য। এই নামে মিশিগান ও নর্থ ডাকোটায় একটি শহর আছে।

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৮

শব্দের মাঝখানে যদি R, এরপরে vowel, এবং শেষে ch থাকে, তাহলে ch এর উচ্চারণ করতে হবে ‘চ’ এর মতো। এর মাঝখানে যদি consonant থাকে তাহলেও উচ্চারণের পরিবর্তন হবে না। যেমন –
Approach (অ্যাপ্রোচ) – নিকটবর্তী হওয়া
Broach (ব্রোচ) – অলংকার বিশেষ
Branch (ব্রাঞ্চ) – শাখা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৯

যেসব শব্দের শুরুতে বা মাঝে C থাকে এবং এর পরে I/E/Y থাকে, সেসব শব্দে C এর উচ্চারণ ‘স’ হবে। I/E/Y বাদে অন্য কোন vowel বা consonant থাকলে তখন উচ্চারণ ‘ক’ হবে৷ যেমন –
Cell (সেল) – কোষ
Circle (সার্কেল) – বৃত্ত
Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড়
Ice (আইস) – বরফ
Curd (কার্ড) – দধি
Account (অ্যাকাউন্ট) – লেনদেনের হিসাব

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১০

Syllable-ভেদে Y এর উচ্চারণ ভিন্ন হয়। একটি syllable দ্বারা গঠিত শব্দে Y এর উচ্চারণ হবে ‘আই/অয়’, আর দুই বা ততোধিক syllable দ্বারা গঠিত শব্দে Y এর উচ্চারণ হবে ‘ই’। যেমন –
Shy (শাই) – লজ্জা
Toy (টয়) – খেলনা
Spicy (স্পাইসি) – মশলাযুক্ত
Monogamy (মনোগ্যামি) – এক বিবাহের মতবাদ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১১

কিছু শব্দ আছে যেখানে শেষে mn থাকে কিন্তু এরপরে vowel বা consonant কিছু থাকে না। সেসব শব্দে শেষের N অনুচ্চারিত থাকে। যেমন –
Condemn (কনডেম) – কঠোর সমালোচনা করা/দোষী সাব্যস্ত করা
Damn (ড্যাম) – অভিশাপ দেয়া/নেতিবাচক নির্দেশ করাo
Solemn (সোলেম) – গুরুগম্ভীর

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১২

শব্দের শেষে gh থাকলে এর উচ্চারণ কখনো ‘ফ’ এর মতো হয়, কখনো অনুচ্চারিত থাকে। কিন্তু gh এর পরে T/N/M থাকলে ঐ gh অনুচ্চারিত থাকবে। যেমন –
Mighty (মাইটি) – শক্তিশালী
Phleghm (ফ্লেম) – কফ
High (হাই) – উঁচু/উচ্চ
Enough (এনাফ) – যথেষ্ট

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৩

শব্দের শেষে ight থাকলে উচ্চারণ হবে ‘আইট’। যেমন –
Night (নাইট) – রাত
Tight (টাইট) – আঁটসাঁট
Sight (সাইট) – দৃশ্য

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৪

ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস
ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস

যেসব ইংরেজি শব্দের শেষে bt আছে, সেসব শব্দ উচ্চারণের সময় B অনুচ্চারিত থাকবে এবং T এর উচ্চারণ ‘ট’ হবে। যেমন –
Doubt (ডাউট) – সন্দেহ
Debt (ডেট) – ঋণ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৫

শব্দের শেষে যদি que থাকে তাহলে তার উচ্চারণ ‘ক’ হবে। যেমন –
Cheque (চেক) – ব্যাংক থেকে টাকা উত্তোলনের রশিদ
Grotesque (গ্রোটেস্ক) – অস্বাভাবিক/এবড়ো থেবড়ো
Picturesque (পিকচারাস্ক) – ছবি বা চিত্রাঙ্কনের মতো সুন্দর

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৬

যদি শব্দের শেষে LK থাকে এবং তার আগে A বা O থাকে তাহলে ঐ LK এর উচ্চারণে L অনুচ্চারিত থাকবে এবং K এর উচ্চারণ হবে ‘ক’। তবে LK এর আগে অন্য কোন vowel বা consonant থাকলে L উচ্চারিত হবে। যেমন –
Elk (এল্ক) – হরিণের বড় প্রজাতি
Milk (মিল্ক) – দুধ
Yolk (ইয়োক) – ডিমের কুসুম
Bulk (বাল্ক) – বিশালাকার বস্তু বা অংশ
Talk (টক) – কথা বলা
Chalk (চক) – খড়ি মাটি

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৭

যদি শব্দের মাঝে KN/GN থাকে এবং তার আগে কোন vowel থাকে তাহলে K ও G উচ্চারিত হবে। কিন্তু KN/GN এর আগে vowel বা Consonant কোন কিছুই না থাকলে K ও G উচ্চারিত হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আগে consonant থাকলে K/G উচ্চারিত হয়। যেমন –
Agnostic (অ্যাগনস্টিক) – সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে অনিশ্চিত বা সন্দিহান
Acknowledge (অ্যাকনলেজ) – স্বীকার করা
Hawknose (হকনোজ) – বাজপাখির ঠোঁটের আকৃতির মতো নাক
Gnome (নোম) – রূপকথার বামন বিশেষ
Eggnog (এগনগ) – দুধ, ডিম, চিনি, এবং অ্যালকোহলের সংমিশ্রণে বানানো বিশেষ পানীয়

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৮

যদি শব্দে cc, এরপরে o/u, এবং তারপরে consonant থাকে, তাহলে ঐ cc এর উচ্চারণ ‘ক’ হবে। যেমন –
Accuse (অ্যাকিউজ) – অভিযুক্ত করা
According (অ্যাকোর্ডিং) – অনুযায়ী
Occult (অকাল্ট) – ঢেকে রাখা বা লুকিয়ে রাখা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ১৯

কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোর শেষে বা মাঝে U, এরপরে consonant, এবং তারপরে vowel থাকে। এসব শব্দে U এর উচ্চারণ ‘ইউ’ করতে হবে। যেমন –
Duteous (ডিউটেয়াস) – অনুগত
Mute (মিউট) – বোবা/নির্বাক
Mule (মিউল) – খচ্চর

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২০

যদি শব্দে U এর আগে R/L থাকে তাহলে U এর উচ্চারণ হবে ‘উ’। যেমন –
Blue (ব্লু) – নীল
Lure (লুর) – আকৃষ্ট করা
True (ট্রু) – সত্য

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২১

যদি শব্দের শেষে ue থাকে আর তার আগে R/L/Q/G/S না থাকে তাহলে ue এর উচ্চারণ সাধারণ ‘ইউ’ হয়। যেমন –
Hue (হিউ) – রং/অাভা
Residue (রেসিডিউ) – অবশিষ্টাংশ
Imbue (ইমবিউ) – কোন কিছুতে দাগ লাগানো বা ভিজিয়ে ফেলা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২২

যদি শব্দের গঠনে U এর আগে R/L এককভাবে বসে এবং U এর পরে consonant + E/L থাকে, তাহলে U এর উচ্চারণ ‘উ’ হবে। যেমন –
Rude (রুড) – বেতমিজ/বদরাগী
Nude (নুড) – নগ্ন
Lutenist (লুটেনিস্ট) – বীণাবাদক

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৩

কিছু ইংরেজি শব্দ আছে যেখানে U এর পরে দুইটি consonant থাকে। এসব শব্দে প্রথম consonant এ একটি syllable শেষ হয় এবং দ্বিতীয় consonant থেকে আরেকটি syllable শুরু হয়। যদি ঐ দুইটি consonant এর পরে E/I/A থাকে তাহলে U এর উচ্চারণ করতে হবে ‘আ’। যেমন –
Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক
Cucumber (কিউকাম্বার) – শসা
Fudge (ফাজ) – চিনি, মাখন, এবং দুধ/ক্রিমের সাহায্যে তৈরি এক ধরণের মিষ্টি

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৪

শব্দে যদি Lm থাকে এবং তার আগে যদি E বা I থাকে তাহলে L অনুচ্চারিত থাকবে না। যেমন –
Helm (হেল্ম) – নৌকা বা জাহাজের হাল বিশেষ
Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ
Film (ফিল্ম) – চলচ্চিত্র

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৫

শব্দে ui এর পরে consonant থাকলে; অথবা আগে consonant, মাঝে vowel (থাকতে পারে আবার না-ও থাকতে পারে), পরে ui থাকলে ঐ ui এর উচ্চারণ হবে ‘উই’। এই নিয়মটি যেসব শব্দে একাধিক syllable আছে সেসব ক্ষেত্রে সাধারণত প্রয়োজ্য। যেমন –
Discontinuity (ডিসকন্টিনুইটি) – বিরতি/ছেদ
Liquidity (লিকুইডিটি) – তারল্য
Ventriloquist (ভেন্ট্রিলোকুইস্ট) – যে ব্যক্তি দূর থেকে আগত স্বরে/ধ্বনিতে কথা বলতে পারদর্শী

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৬

যেসব শব্দের শুরুতে Kn থাকে সেসব শব্দে K অনুচ্চারিত থাকবে এবং N উচ্চারিত হবে। যেমন –
Knife (নাইফ) – ছুরি
knee (নী) – হাঁটু
Knowledge (নলেজ) – জ্ঞান

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৭

শব্দে যদি W এর পরে H/R থাকে তাহলে W সাধারণত অনুচ্চারিত থাকে। যেমন –
Where (হোয়্যার) – কোথায়/যেখানে/পক্ষান্তরে
Wrestling (রেসলিং) – কুস্তি
Wry (রাই) – মোচড়ানো/বিকৃত/হতাশার ইঙ্গিত

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৮

শব্দের শেষে E থাকলে তা অনুচ্চারিত থাকে। যেমন –
Cake (কেক) – পিঠা
Game (গেম) – খেলা
Take (টেক) – নেয়া

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ২৯

শব্দে যদি mb থাকে এবং এরপরে কোন vowel না থাকে তাহলে M উচ্চারিত হবে এবং B অনুচ্চারিত থাকবে। যেমন –
Bomb (বম) – বোমা
Comb (কম) – চিরুনি
Lamb (ল্যাম) – ভেড়া

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩০

শব্দের শেষে ign থাকলে G অনুচ্চারিত থাকবে এবং উচ্চারণ আইন/এইন হবে। যেমন –
Design (ডিজাইন) – নকশা
Feign (ফেইন) – ভান করা
Resign (রিজাইন) – পদত্যাগ করা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩১

যদি শব্দে L ও M পাশাপাশি থাকে এবং এর পরে কোন vowel না থাকে তাহলে L অনুচ্চারিত থাকবে ও M উচ্চারিত হবে। যেমন –
Alms (আমস) – ভিক্ষা
Balm (বাম) – মলম
Calm (কাম) – শান্ত

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩২

T ও U যদি শব্দে পাশাপাশি বসে তাহলে T এর উচ্চারণ ‘চ’ হবে। যেমন –
Century (সেঞ্চুরি) – শতক
Departure (ডিপারচার) – প্রস্থান
Expenditure (এক্সপেন্ডিচার) – ব্যয়

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৩

প্রথমে consonant, এরপরে ia, তারপরে আবার consonant – এভাবে যদি শব্দ গঠিত হয় তাহলে ia এর উচ্চারণ হবে ‘আয়া’র মতো। যেমন –
Diarrhoea (ডায়ারিয়া) – অতিসার/উদরাময়
Diamond (ডায়ামন্ড) – হীরা
Liar (লায়ার) – মিথ্যাবাদী

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৪

শব্দে যদি ir এর পরে consonant থাকে তাহলে ir এর উচ্চারণ ‘আর’ হবে। যেমন –
Birth (বার্থ) – জন্ম
Circle (সার্কেল) – বৃত্ত
Third (থার্ড) – তৃতীয়

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৫

৩ থেকে ৪ অক্ষর বিশিষ্ট যেসব ইংরেজি শব্দে একটি syllable থাকে, সেখানে যদি I এর পরে consonant এবং E থাকে তাহলে I এর উচ্চারণ হবে ‘আই’। যেমন –
Lice (লাইস) – উঁকুন
Mice (মাইস) – অনেকগুলো ইঁদুর
Rice (রাইস) – চাল

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৬

একটি syllable যুক্ত শব্দের মাঝখানে যদি U থাকে এবং U এর আগে ও পরে consonant থাকে, সেক্ষেত্রে U এর উচ্চারণ হবে ‘আ’। যেমন –
Dull (ডাল) – বিবর্ণ
Cut (কাট) – কাটা
Null (নাল) – খালি/অকার্যকর/বাতিল

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৭

শব্দে igh থাকলে gh অনুচ্চারিত থাকবে এবং উচ্চারণ হবে আই/এই। যেমন –
Thigh (থাই) – ঊরু
Weigh (ওয়েই) – মাপ দেয়া
Sleigh (স্লেই) – বড় আকৃতির স্লেজ গাড়ি
Raleigh (র্যালেই) – ইংল্যান্ডের অভিজাতদের নামের পদবী/ নর্থ ক্যারোলিনার রাজধানী শহর

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৮

শব্দে io থাকলে তার উচ্চারণ সাধারণত ‘আয়ো’ হয়। যেমন –
Biology (বায়োলজি) – জীববিদ্যা
Biography (বায়োগ্রাফি) – জীবনী
Violence (ভায়োলেন্স) – সহিংসতা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৩৯

যদি শব্দে consonant এর পরে ai থাকে তাহলে ai এর উচ্চারণ হবে এই/এয়া। এছাড়াও ai দিয়ে শব্দ শুরু হলেও উচ্চারণ সাধারণত একই থাকে। যেমন –
Chair (চেয়ার) – কেদারা
Nail (নেইল) – নখ/পেরেক
Straight (স্ট্রেইট) – সোজা
Air (এয়ার) – বাতাস
Ailment (এইলমেন্ট) – যন্ত্রণা দেয়া

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪০

যদি শব্দের গঠন O+ consonant+ U +consonant + A/E/I এভাবে হয়, তাহলে U এর উচ্চারণ ইউ/উ হয়। যেমন –
Elocution (এলোকিউশন) – বাকপটুতা
Binocular (বাইনোকুলার) – দূরবীন
Document (ডকুমেন্ট) – দলিল/নথি
Procurement (প্রোকিউরমেন্ট) – সংগ্রহ করা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪১

৪১. শব্দের শেষে ire থাকলে উচ্চারণ হবে ‘আয়ার’। যেমন –
Admire (অ্যাডমায়ার) – তারিফ করা
Sire (সায়ার) – মহোদয়/ অভিভাবক/ প্রভু
Dire (ডায়ার) – ভয়ানক/ভীষণ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪২

শব্দে ui থাকলে উচ্চারণ বিভিন্নভাবে হতে পারে। Ui এর আগে G/Q থাকলে বেশীরভাগ ক্ষেত্রে উচ্চারণ ‘উই’ হয়। সাধারণত, একটি syllable যুক্ত শব্দে ui থাকলে উচ্চারণ হয় ই/উ/উই। যেমন –
Building (বিল্ডিং) – দালান
Guilt (গিল্ট) – দোষ
Fruit (ফ্রুট) – ফল
Juice (জুস) – শরবত
Fluid (ফ্লুইড) – তরল
Acquisition (অ্যাকুইজিশন) – গ্রহণ/অর্জন
Distinguishable (ডিস্টিঙ্গুইশেবল) – পার্থক্যযোগ্য

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৩

শব্দের শেষে ear থাকলে উচ্চারণ হয় ‘ইয়ার’। যেমন –
Dear (ডিয়ার) – প্রিয়
Appear (অ্যাপিয়ার) – উপস্থিত হওয়া
Rear (রিয়ার) – পিছন দিক

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৪

শব্দের শুরুতে বা মাঝে যদি ear থাকে ও তার পরে consonant থাকে তাহলে ea এর উচ্চারণ ‘আ’ হবে। যেমন –
Earn (আর্ন) – উপার্জন করা
Earth (আর্থ) – পৃথিবী
Heart (হার্ট) – হৃৎপিণ্ড

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৫

শব্দের গঠন যদি consonant+ ea+ consonant (R বাদে) হয় তাহলে ea এর উচ্চারণ এ/ই হবে। যেমন –
Feather (ফেদার) – পালক
Leather (লেদার) – পশুর চামড়া
Leader (লিডার) – নেতা

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৬

শব্দের শেষে eer থাকলে এর উচ্চারণ ‘ইয়া’র মতো হবে। তবে কিছু ক্ষেত্রে শব্দের শেষে থাকা eer এর উচ্চারণ হবে ‘ঈ’। যেমন –
Domineer (ডমিনিয়ার) – শোষণ করা
Deer (ডিয়ার) – হরিণ
Kheer (ক্ষীর) – ক্ষীর
Paneer (পানীর) – পনির

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৭

Ps দিয়ে শব্দ শুরু হলে P অনুচ্চারিত থাকবে। যেমন –
Psycho (সাইকো) – উন্মাদ
Psyche (সাইকি) – আত্মা
Psoriasis (সোরিয়াসিস) – এক ধরণের চর্মরোগ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৮

শব্দের শেষে stl থাকলে এবং এর পরে e থাকলে T অনুচ্চারিত হবে এবং উচ্চারণ হবে ‘সল্’। তবে stl এর পরে ess থাকলে S, T, L তিনটিই উচ্চারিত হবে। যেমন –
Hustle (হাসল্) – তাড়াহুড়ো
Whistle (হুইসল্) – শিস
Wrestle (রেসল্) – কুস্তি
Restless (রেস্টলেস) – বিশ্রামহীন/অস্থির
Frostless (ফ্রস্টলেস) – হিমহীন

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৪৯

যদি শব্দের শেষে tch থাকে তাহলে তার উচ্চারণ হবে ‘চ’। যেমন –
Catch (ক্যাচ) – ধরা
Match (ম্যাচ) – দিয়াশলাই/ক্রীড়া প্রতিযোগীতা
Scratch (স্ক্র্যাচ) – আঁচড়

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫০

যেসব ইংরেজি শব্দ re দিয়ে শেষ হয় সেসব ক্ষেত্রে উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকে। যদি re এর আগে consonant থাকে তাহলে ঐ re এর উচ্চারণ হবে ‘অর্’। এক্ষেত্রে re এর উচ্চারণ স্পষ্ট থাকে না। কিন্তু যদি আগে vowel থাকে তাহলে re এর উচ্চারণ ওর/আর/এয়ার হতে পারে। যেমন –
Adore (অ্যাডোর) – আরাধনা করা
Fibre (ফাইবর্) – আঁশ/তন্তু
Cadre (ক্যাডর্) – পরিকাঠামো/সংস্থিতি
Flare (ফ্লেয়ার) – আকস্মিক উজ্জ্বল আলো বা তাপ
Share (শেয়ার) – বিনিময়/অংশ
Azure (অ্যাজার) – আসমানী রং

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫১

শব্দে C এর উচ্চারণ একেকসময় একেক রকম হয়। যদি C এর পরে A/L/O/R/U থাকে তাহলে C এর উচ্চারণ ‘ক’ হবে। আবার যদি C এর পরে I/E/Y থাকে তাহলে C এর উচ্চারণ ‘স’ হবে। যেমন –
Class (ক্লাস) – শ্রেণী
Colour (কালার) – রং
Cup (কাপ) – পেয়ালা
Cinema (সিনেমা) – চলচ্চিত্র
Cycle (সাইকেল) – সাইকেল/দ্বিচক্রযান

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫২

শব্দে যদি S ও H পাশাপাশি বসে তাহলে এর উচ্চারণ হবে ‘শ’। কিন্তু S ও H এর মাঝে C বসলে তখন তার উচ্চারণ হয় ভিন্ন। Sch দিয়ে শব্দ শুরু হলে সাধারণত এর উচ্চারণ হয় ‘স্ক’। আবার sch এর আগে Di বা Mi বসলে এর উচ্চারণ ‘সচ’ হয়। তবে কিছু ক্ষেত্রে শব্দের মধ্যকার sch এর উচ্চারণ ‘শ’ হয়। যেমন –
School (স্কুল) – বিদ্যালয়
Shoulder (শোল্ডার) – কাঁধ
Discharge (ডিসচার্জ) – মুক্ত করা
Mischance (মিসচান্স) – দুর্ভাগ্য/দুরদৃষ্ট/অঘটন
Gesellschaft (গেসেলশ্যাফট) – ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সমাজ বা সংস্থার প্রতি কর্তব্য

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫৩

G এর পরে A/O/U থাকলে G এর উচ্চারণ হবে ‘গ’। কিন্তু G এর পরে E/I থাকলে তখন G কে ‘জ’ উচ্চারণ করতে হবে। যেমন –
Garden (গার্ডেন) – বাগান
Gun (গান) – বন্দুক
Goat (গোট) – ছাগল
Geography (জিওগ্রাফি) – ভূগোল
Illogical (ইললোজিকাল) – অযৌক্তিক/যুক্তিহীন

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫৪

শব্দে ng থাকলে তার উচ্চারণ সাধারণত ‘ং’ হয়। কিন্তু কিছু ক্ষেত্রে ng এর আগে A/E/I থাকলে ng এর উচ্চারণ ‘ঞ্জ’ হতে পারে। যেমন –
Congratulations (কংগ্রাচুলেশনস) – অভিনন্দন
Sterling (স্টার্লিং) – যুক্তরাজ্যের মুদ্রার নাম
Bangladesh (বাংলাদেশ) – বাংলাদেশ
Engineer (ইঞ্জিনিয়ার) – প্রকৌশলী
Ingenious (ইনজিনিয়াস) – বুদ্ধিমান/প্রতিভাসম্পন্ন
Unchangeable (আনচেঞ্জেবল) – অপরিবর্তনীয়

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫৫

শব্দে tio থাকলে তার উচ্চারণ সাধারণত ‘শ’ হয়। কিন্তু কিছু ক্ষেত্রে tio এর উচ্চারণ ট/চ এর মতো হয়। যেমন –
Superstition (সুপারস্টিশন) – কুসংস্কার
International (ইন্টারন্যাশনাল) – আন্তর্জাতিক
Concentration (কনসেন্ট্রেশন) – মনোযোগ
Questionnaire (কোয়েশ্চেনেয়ার) – প্রশ্নাবলী
Patio (প্যাটিও) – বহিঃপ্রাঙ্গণ

ইংরেজি উচ্চারণ শেখার রুলস – ৫৬

যদি শব্দে au থাকে তাহলে তার উচ্চারণ হবে ‘অ’। যেমন –
Autumn (অটাম) – হেমন্ত
Auction (অকশন) – নিলাম
Fault (ফল্ট) – দোষ/ত্রুটি
Assault (অ্যাসল্ট) – হয়রানি

পরিশেষে

আশা করছি এখানে উল্লিখিত, ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস পড়ার পরে আপনার ইংলিশ স্পিকিং হবে ত্রুটিমুক্ত। এই নিয়মগুলোর বাইরে আরও নিয়ম হয়তো আছে, এখানে সবচেয়ে কমন নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করেছি।

শব্দগুলোর উচ্চারণ আরো ভালোভাবে বোঝার জন্য ডিকশনারি অ্যাপের সাহায্য নিতে পারেন। কিছু ইংলিশ ডিকশনারি অ্যাপ আছে যেখানে শব্দার্থের সাথে সাথে তার উচ্চারণও পাওয়া যায়। 

লেখাটি কেমন লেগেছে আপনাদের তা আমাদের জানাতে পারেন। নতুন কোন ইংরেজি উচ্চারণের নিয়ম আপনার জানা থাকলে কমেন্টবক্সে শেয়ার করতে পারেন আমাদের সাথে, ধন্যবাদ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.